You will be redirected to an external website

গরমে বাঙালির অন্যতম প্রিয় খাবার দই-চিঁড়ে,কলা দিয়ে মেখে দই-চিঁড়ে খান, গরমেও সুস্থ থাকবে শরীর

গরমে-বাঙালির-অন্যতম-প্রিয়-খাবার-দই-চিঁড়ে,কলা-দিয়ে-মেখে-দই-চিঁড়ে-খান,-গরমেও-সুস্থ-থাকবে-শরীর

গরমে বাঙালির অন্যতম প্রিয় খাবার দই-চিঁড়ে

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে দই খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক থেকে পুষ্টিবিদেরা। যদিও গরমে বাঙালির অন্যতম প্রিয় খাবার দই-চিঁড়ে। ঘরে পাতা দই আর তার সঙ্গে চিঁড়ে—এই জলখাবারেই খুশি বাঙালি।

পুষ্টিবিদদের মতে, এই গরমে দই যেমন উপকারী, তেমনই চিঁড়েও। গ্রীষ্মকালে জলখাবারে চিঁড়ে খেলে শরীরের অনেক উপকার হয়। দেখতে গেলে, ভাতের বিকল্প হিসেবে চিঁড়ে। তাছাড়া পুষ্টিকর খাবার এটি। গরমে নিয়মিত চিঁড়ে খেলে আপনি ডায়ারিয়ার হাত থেকেও দূরে থাকতে পারবেন। ড়ের মধ্যে ভিটামিন এ, বি, আয়রন, ক্যালশিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ রয়েছে। চিঁড়ের মধ্যে ফাইবার রয়েছে। সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রাও এতে সীমিত পরিমাণে পাওয়া যায়। তাই ডায়াবেটিস, কিডনির রোগী ও হার্টের রোগীরাও চিঁড়ে খেতে পারেন।

দই-চিঁড়েকে সুস্বাদু বানানোর সহজ উপায়-

প্রথমে চিঁড়েটা জলে ভাল করে ধুয়ে নিন। তারপর চিঁড়েটা ৫ মিনিট জলে ভিজিয়ে রাখুন। চিঁড়ে জলটা শুষে নিলে ভাল। অন্যথায় আপনি বাকি জলটা ফেলে দিতে পারেন। এবার এতে পরিমাণ মতো টক দই মিশিয়ে দিন। মিষ্টি স্বাদের জন্য অনেকেই দই-চিঁড়েতে চিনি মিশিয়ে দেন। চিনির বদলে আপনি এতে মুড়কি মেশাতে পারেন। এতে মিষ্টি স্বাদও হয় এবং খেতেও সুস্বাদু হয়। এবার এতে দুটো কলা গোল গোল করে কেটে মিশিয়ে দিন। ব্যস তৈরি আপনার দই-চিঁড়ে। এই এক বাটি দই-চিঁড়ে খেলেই পেট ভরে যাবে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

summer-holidays:-এক-চিলতে-সবুজ-গ্রাম,মিরিকের-গ্রাম-থেকে-সহজেই-পায়ে-হেঁটে-পৌঁছানো-যায়-বানকুলুং Read Next

summer holidays: এক চিলতে সবুজ গ্রা...