You will be redirected to an external website

Vitamin E For Face: এই ফেসিয়াল করতে পারবেন সহজেই,এক সপ্তাহের মধ্যে চমকাবে মুখ!

Vitamin-E-For-Face:-এই-ফেসিয়াল-করতে-পারবেন-সহজেই,এক-সপ্তাহের-মধ্যে-চমকাবে-মুখ!

এই ফেসিয়াল করতে পারবেন সহজেই,

আর মাত্র কয়েকদিন পরই পুজো। পুজোর আগে বিভিন্ন এক্সিবিশন, সেল ইত্যাদির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পুজোর আগে অধিকাংশই চান নিজের বাড়তি ওজন ঝরিয়ে ফেলতে। যে কারণে জোরকদমে চলছে জিম, ডায়েট।দু মাসের কিছুটা প্রচেষ্টায় ওজন খানিক কমে বটে তবে ফিট থাকতে সারা বছর জুড়েই ডায়েট আর শরীরচর্চার মধ্যে থাকতে হবে। পুজোয় সেরা সুন্দরী হতে সকলেই চান। 

রোজ যত্ন করে রূপচর্চা, ফেসিয়াল, ট্যান রিমুভ, ওয়্যাক্সিং, থ্রেডিং এসব এখন অনেকেই করছেন। কারণ একটাই। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঠিক রাখতে হবে। বাজার এখন অগ্নিমূল্য, তাই সব সময় পার্লারে গিয়ে খরচা করৈ সবার পক্ষে সম্ভব নয়।সেক্ষেত্রে বাড়িতেই সারুন ফেসিয়াল। সপ্তাহে একদিন করতে পারলেই অনেক লাভ হবে। মুখের ক্লান্তি ভাব দূর হবে, রক্ত সঞ্চালন বাড়বে সেই সঙ্গে মুখের কালচে ভাবও একেবারে দূর হয়ে যাবে।

তাই আজ রইল দারুণ একটি টিপস। সপ্তাহে একদিন এই ফেসিয়াল করলেই তফাত নিজের চোখে দেখতে পাবেন। মুখ চক তক তো করবনেই সঙ্গে চামড়া থাকবে টানটান। দেখে নিন কী ভাবে করবেন এই ফেসিয়াল।প্রথমেই একটা বড় বাটিতে ২ চামচ বেসন, চালের গুঁড়ো, গোলাপ জল, আলুর রস, কাঁচা দুধ দিয়ে খুব ভাস করে মিশিয়ে নিতে হবে। এবার এই পেস্ট মুখে ২০ মিনিট লাগিয়ে রাখুন।শুকনো হলে তা জল দিয়ে ধুয়ে নিন। মুখ একদম পরিষ্কার হলে প্রথমে একটি বাটিতে গরম জল নিয়ে ওর মধ্যে তোয়ালে ভিজিয়ে স্টিম নিন। এতে পোরস গুলি খুলে যায়। এবার পোরস বন্ধ করতে চাইলে একটা সুতির রুমালের মধ্যে বরফের কুচি দিয়ে মুখে প্রেস করতে হবে।

এতে মুখের ওপেন পোরসগুলি বন্ধ হয়ে যায় আর মুখের গ্লো বাড়ে। এবার একটা প্যাক বানিয়ে নিতে হবে। গ্লিসারিন ২ চামচ আর একটা ভটামিন ই ক্যাপসুল ভেঙে নিয়ে মিশিয়ে নিন। এবার তা দিয়ে মুখে ভাল করে ম্যাসাজ করে নিন। এতে মুখে রক্ত সঞ্চালন ভাল হবে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

silent-valley:-পাহাড়ে-যাওয়ার-পরিকল্পনা?-ঘুরে-আসুন-ওড়িশার-‘সাইলেন্ট-ভ্যালি’-থেকে Read Next

silent valley: পাহাড়ে যাওয়ার পরিক...