You will be redirected to an external website

Healthy Recipes: লাবড়া ছাড়াও পালং শাক দিয়ে বানিয়ে ফেলতে পারেন ৩ সুস্বাদু খাবার

Healthy-Recipes:-লাবড়া-ছাড়াও-পালং-শাক-দিয়ে-বানিয়ে-ফেলতে-পারেন-৩-সুস্বাদু-খাবার

পালং শাক দিয়ে বানিয়ে ফেলতে পারেন ৩ সুস্বাদু খাবার

শীতকাল মানেই বাজার ভরা সবুজ, টাটকা শাক-সব্জি। এখন যদিও সারা বছর ধরেই কিছু না শীতের সব্জি বাজারে পাওয়া যায়। কিন্তু শীতের পালং শাকের মতো তা টাটকা হয় না। ভিটামিন এ, সি, কে, লুটেইন এবং ফোলেটের গুণে সমৃদ্ধ পালং শাক। শরীরে বিভিন্ন খনিজের অভাব মেটাতে সাহায্য করে। ঘণ্ট, চচ্চড়ি, পনির, ডাল কিংবা পরোটা— সবেতেই এই শাকের ব্যবহার রয়েছে। 

পালং শাক এবং মাশরুমের অমলেট

কুসুম ছাড়া ২টি ডিম, পালং শাক কুচি, আধ কাপ মাশরুম, সামান্য নুন এবং চিজ় ভাল করে ফেটিয়ে নিন। কড়াইয়ে তেল বা সামান্য মাখন ব্রাশ করে ডিম ভেজে নিন। সকালের জলখাবারে শুধু এই খাবারটি খেলেই অনেক ক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকবে।

পালং শাক এবং কাবুলি ছোলার তরকারি

রাতে রুটি বা পরোটার সঙ্গে কাবুলি ছোলার তরকারি তৈরি করবেন। একঘেয়ে ওই ছোলার তরকারির স্বাদ বদলে দিতে পারে পালং শাক। আগে ছোলা সেদ্ধ করে নিয়ে, মশলা কষিয়ে যেমন ভাবে রান্না করেন, তাই করবেন। শুধু নামানোর আগে এক কাপ পালং শাক দিয়ে আরও কিছু ক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবেন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Homemade-Facial-Oil:-রোজের-ময়েশ্চারাইজারের-সঙ্গে-মেশান-এই-উপাদান Read Next

Homemade Facial Oil: রোজের ময়েশ্চারা...