You will be redirected to an external website

মুরগি দিয়েই হোক স্বাদবদল! ১৫ মিনিটেই বানিয়ে ফেলুন মুর্গ কাসুন্দি

মুরগি-দিয়েই-হোক-স্বাদবদল!-১৫-মিনিটেই-বানিয়ে-ফেলুন-মুর্গ-কাসুন্দি

বানিয়ে ফেলতে পারেন মুর্গ কাসুন্দি

রোজ রোজ চিকেনের ওই একই পদ খেতে খেতে একঘেয়েমি আসে। চটজলদি বানানো যায়, অথচ স্বাদবদলও হবে চিকেনের এমন একটি রেসিপির খোঁজ করছেন? বানিয়ে ফেলতে পারেন মুর্গ কাসুন্দি। রইল হদিস।

উপকরণ:

মুরগির মাংস: ৫০০ গ্রাম

পোস্ত বাটা: দু’টেবিল চামচ

কাজু-বাদাম বাটা: দু’টেবিল চামচ

নুন ও চিনি: স্বাদ মতো

কাঁচা লঙ্কা বাটা: এক টেবিল চামচ

চেরা কাঁচা লঙ্কা: দু-তিনটি

টক দই: আধ কাপ

কাসুন্দি: তিন-চার টেবিল চামচ

হলুদ গুঁড়ো: এক চা চামচ

সর্ষের তেল: চার টেবিল চামচ

প্রণালী:

একটি পাত্রে মুরগির মাংস নিয়ে তাতে এক এক করে দই, হলুদ গুঁড়ো, নুন আর সামান্য তেল দিয়ে মাখিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। এ বার একটি কড়াইতে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে ঢেকে রাখুন কিছু ক্ষণ। মিনিট দশেক পরে ঢাকা খুলে কাজু-পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে ভাল করে কষিয়ে নিন। মাংস সেদ্ধ হয়ে এলে স্বাদ মতো নুন আর কাসুন্দি দিয়ে নাড়াচাড়া করুন। ঝোল শুকিয়ে এলে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মুর্গ কাসুন্দি।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Modak-Recipe:-গণেশের-ভোগের-থালায়-রাখুন-ঘরে-বানানো-মোদক,-রইল-চকোলেট-মোদকের-রেসিপি Read Next

Modak Recipe: গণেশের ভোগের থালায় ...