You will be redirected to an external website

রেস্তরাঁয় গিয়ে বিরিয়ানির পর ফিরনি তো খেয়েছেন,ঘরে ফিরনি বানিয়েছেন কখনও?

রেস্তরাঁয়-গিয়ে-বিরিয়ানির-পর-ফিরনি-তো-খেয়েছেন,ঘরে-ফিরনি-বানিয়েছেন-কখনও?

মুখমিষ্টি করতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ফিরনি

টানা এক মাস ধরে এই রোজা পালনের সময়ে বাড়িতে অতিথিদের আনাগোনা লেগেই থাকে। অনেক বাড়িতেই আবার বন্ধু, আত্মীয়রা একসঙ্গে ইফতারে যোগ দেন। ভালমন্দ নানা রকম খাবারের পর শেষপাতে মুখমিষ্টি করতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ফিরনি। কী ভাবে বানাবেন? রইল ফিরনি বানানোর সহজ রেসিপি।

উপকরণ

দুধ: ২৫০ মিলি

চিনি: দেড় চামচ

চালের গুঁড়ো: ২ টেবিল চামচ

কাঠবাদাম কুচি: ২ টেবিল চামচ

পেস্তাবাদাম কুচি: ২ টেবিল চামচ

ছোট এলাচ গুঁড়ো: আধ চামচ

কেশর: সামান্য

প্রণালী

১) প্রথমে একটি পাত্রে দুধ গরম হতে দিন। হালকা আঁচে রাখা দুধ ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিন চালের গুঁড়ো।

২) এর পর চিনি দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। চাইলে সামান্য কনডেন্স মিল্কও দিতে পারেন।

৩) ফুটতে ফুটতে মিশ্রণ ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিন কাঠবাদাম, পেস্তা-বাদামের কুচি। এর মধ্যে দিন কেশর।

৪) ভাল করে মিশিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিন ছোট এলাচ গুঁড়ো। চাইলে সামান্য গোলাপ জলও মেশাতে পারেন।

৫) ঠান্ডা হলে মাটির পাত্রে ভরে ফ্রিজে রেখে দিন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Friday-holiday:-ফ্রাইডের-ছুটিতে-সাক্ষী-থাকুন-ইতিহাসের,-বেড়িয়ে-আসুন-দেশের-এই-তিন-গির্জায় Read Next

Friday holiday: ফ্রাইডের ছুটিতে স...