You will be redirected to an external website

বাড়িতে আড্ডা দেবেন? বন্ধুদের মিষ্টিমুখ করাতে চটজলদি বানিয়ে নিতে পারেন ক্ষীরভরা বালুসাই

বাড়িতে-আড্ডা-দেবেন?-বন্ধুদের-মিষ্টিমুখ-করাতে-চটজলদি-বানিয়ে-নিতে-পারেন-ক্ষীরভরা-বালুসাই

বাড়িতে তৈরি করে নিতে পারেন ক্ষীরভরা বালুসাই

বাঙালি উৎসবের খাওয়াদাওয়ায় মিষ্টি একটা বড় অংশ জুড়ে থাকে। মিষ্টিমুখ না হলে আর কীসের উৎসব-উদ্‌যাপন। রসগোল্লা, সন্দেশ, টক দই তো সারা বছর স্বাদের খেয়াল রাখেই। পুজোর আবহে অন্য কিছু না হলে চলে নাকি? পুজোর আবহে অতিথির মন জয় করতে বাড়িতে তৈরি করে নিতে পারেন ক্ষীরভরা বালুসাই। রইল প্রণালী।

উপকরণ

ময়দা: ৩০০ গ্রাম

চিনি: ১৭৫ গ্রাম

বেকিং সোডা: আধ চা চামচ

দই: আধ কাপ

পেস্তা কুচি: ১ টেবিল চামচ

ঘি: প্রয়োজন মতো

খোয়া ক্ষীর: ১ কাপ

প্রণালী

সামান্য নুন, বেকিং সোডা আর ময়দা একসঙ্গে মিশিয়ে চেলে নিতে হবে।

তারপর দই নিয়ে তাতে ভাল করে ঘি মিশিয়ে নিতে হবে।

এ বার ময়দা মাখার পালা। ঠান্ডা জল দিয়ে ভাল করে ময়দা মেখে নিন। তার পর একটি পাত্রে রেখে পাতলা কাপড়ে মুড়ে কিছু ক্ষণ ঢেকে রাখুন।

অন্য একটি পাত্রে চিনি জ্বাল দিয়ে রস তৈরি করুন। তা ফুটতে দিন কিছু ক্ষণ।

এর পর মাখা ময়দা ছোট ছোট টুকরো করে নিয়ে বল তৈরি করে নিন। সেই বলগুলির মাঝে আঙুলের চাপে খানিকটা গর্ত মতো করে নিন।

এ বার সামান্য খোয়া ক্ষীর সেই গর্তে ভরে বলের মুখটা আঙুলের চাপে বুজিয়ে দিন।

এ বার কড়াইয়ে ঘি গরম করুন। তাপমাত্রা সামান্য কমলে কয়েকটা করে ময়দার বল কড়াইয়ে ছেড়ে ভেজে নিন। দু’পিঠ ভাল করে ভেজে নেবেন। মিনিট ১৫ সময় লাগবে। ভাল ভাবে ভাজা হয়ে গেলে তুলে নিন বলগুলি।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

আজ-সারা-দিন-আপনার-কেমন-কাটবে?-দেখুন-রাশিফল... Read Next

আজ সারা দিন আপনার কেমন কা...