You will be redirected to an external website

Janmashtami: জন্মাষ্টমীর ভোগের থালায় বাদ পড়বে না তালের ক্ষীর,রইল প্রণালী

Janmashtami:-জন্মাষ্টমীর-ভোগের-থালায়-বাদ-পড়বে-না-তালের-ক্ষীর,রইল-প্রণালী

বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তালের ক্ষির

বাড়িতে মিষ্টি তৈরির ধুম। সারা বছর বাজারে এই ফলের দেখা মেলা ভার। তাই জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে তাল আসবেই আসবেই। এখন অবশ্য অনেকেই বাড়ির পুজোতে দোকান থেকে কিনে আনা তালের বড়া দিয়ে পুজো সেরে ফেলেন। জন্মাষ্টমীর আগে মিষ্টির দোকানে দোকানে তালের বড়া দেখা পাওয়া গেলেও তালের ক্ষীর খুব বেশি চোখে পড়ে না। গোপালের জন্মতিথিতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তালের ক্ষীর, রইল রেসিপি।

উপকরণ:

তাল: ১টি

চিনি: ৭৫ গ্রাম

দুধ: দে়ড় লিটার

নারকেল কোরা: ৪-৫ টেবিল চামচ

ঘি: ১ টেবিল চামচ

পেস্তা কুচি: ১ টেবিল চামচ

নুন: স্বাদমতো

প্রণালী:

তালের খোসা ছাড়িয়ে মণ্ডগুলি চুন জলে ঘণ্টা দুয়েক ভিজিয়ে রাখুন। অনেক সময়ে তাল তেতো থাকে, চুন জলে ভিজিয়ে রাখলে তালের তিতকুটে ভাব কেটে যায়। এ বার মণ্ডগুলি থেকে জল ঝরিয়ে নিয়ে ক্বাথ বার করে নিন। দেড় লিটার দুধ ঘন করে ১ লিটার করে নিন। একটি কড়াইতে ঘি গরম করে তালের ক্বাথ দিয়ে নাড়াচাড়া করে নিন। এ বার চিনি মিশিয়ে আরও খানিক ক্ষণ নাড়াচড়া করুন। নারকেল কোরা ভাল করে মিশিয়ে নিন। এ বার ঘন করা দুধ মিশিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিন। এক চিমটে নুন মিশিয়ে দিন ভাল করে। মিশ্রণটি ঘন হয়ে এলে উপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে দিন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Quick-Skin-Care:-ত্বকে-চটজলদি-জেল্লা-পেতে-মেনে-চলুন-এই-রুটিন... Read Next

Quick Skin Care: ত্বকে চটজলদি জেল্...