স্বস্তি পেতে ঘরের সাজে খানিক বদল আনতে পারেন
গ্রীষ্মের দাপটে স্বস্তিতে থাকতে এটুকু বদল আনতেই হয়। তবে শুধু তো নিজের সাজপোশাক বদলালে চলবে না, ঘরের সাজেও বদল আনতে হবে। গলদঘর্ম হয়ে বাড়ি ফিরে দু’দণ্ড শান্তিতে বিশ্রাম নেওয়ার উপযোগী করে তুলতে অন্দরসজ্জাতেও খানিক পরিবর্তন আনা জরুরি। গরমে কেমন হবে ঘরের সাজসজ্জা?
প্রত্যেক মরসুমে বাড়ির রং বদলানো সম্ভব নয়। কিন্তু ঘরের আবহ বদল হবে রং নিয়ে খেললেই। বিছানার চাদর, পর্দা, কুশন কভার, টেবিল কভার বদলে একটু হালকা রঙের কাপড় পাতলে ভাল। সাদা, বেজ বা হালকা সবুজ বা নীলের মতো রং ভাল মানাবে। তবে হালকা রঙের পর্দার পাশাপাশি একটা ভারী পর্দাও রাখতে হবে। দুপুরের চড়া রোদ আটকানোর জন্য তা অত্যন্ত জরুরি।
ঘরের কোণে গাছ রাখতে পারেন। গ্রীষ্মে সবুজের ছোঁয়া চোখে আরাম দেয়। মন শান্ত করে। অনেকের বাড়িতের অবশ্য অন্দরসজ্জার অন্যতম অনুষঙ্গ গাছ। তবে এই গ্রীষ্মে আরও কয়েকটি গাছ বেশি রাখলে ক্ষতি নেই।
ঘামে স্নান করে বাড়ি ফিরেই মন ভাল করা গন্ধ আসে নাকে, তা হলে ক্লান্তি অনেকটাই কেটে যায়। তাই বাড়িতে পছন্দের গন্ধের রুম স্প্রে ছড়িয়ে দিতে পারেন। কিংবা সুগন্ধি মোম জ্বালাতে পারেন। গন্ধে মন উদাস হয়ে এলে গ্রীষ্মের উষ্ণতা আর গায়ে লাগবে না।