You will be redirected to an external website

Clove Tea Benefits: মাঝেমাঝে লবঙ্গ চায়ে চুমুক দিতে পারেন,এই চা খেলে কী কী সুফল পাবেন?

Clove-Tea-Benefits:-মাঝেমাঝে-লবঙ্গ-চায়ে-চুমুক-দিতে-পারেন,এই-চা-খেলে-কী-কী-সুফল-পাবেন?

মাঝেমাঝে লবঙ্গ চায়ে চুমুক দিতে পারেন

রোজ না খেলেও মাঝেমাঝে যদি লবঙ্গ চায়ে চুমুক দেন, তা হলেও পাবেন সুফল। কিন্তু এই চা খেলে কী কী সুফল পাবেন?

১) গ্যাস-অম্বলের সমস্যায় ভোগেন অনেকেই। সকালে উঠে খালি পেটে তাই গ্যাসের ওষুধ খান। তবে লবঙ্গ চা খাওয়া শুরু করলে আর গ্যাসের ওষুধ খাওয়ার দরকার হবে না। লবঙ্গ এক ধরনের এনজাইমের নিঃসরণ ঘটায়, যা হজমশক্তি উন্নত করে। 

২) লবঙ্গে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা প্রদাহজনিত সমস্যা দূর করতে সাহায্য করে। পেটের গোলমাল ঠেকাতে লবঙ্গ সত্যিই খুব উপকারী। অনেক সময় প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে নেওয়ার কারণে অস্বস্তি হয়।

৪) ডায়াবেটিক রোগীদের জন্য লবঙ্গ উপকারী। গবেষণা জানাচ্ছে, লবঙ্গ চিবিয়ে খেলে শর্করার পরিমাণ অনেকটাই কমে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে লবঙ্গের মতো কার্যকরী উপকরণ কমই আছে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Face-Pack:-মুখের-কালচে-দাগছোপ-দূর-হবে-ঘরোয়া-৩-প্যাকে,কী-দিয়ে-বানাবেন-সেই-মিশ্রণ? Read Next

Face Pack: মুখের কালচে দাগছোপ দ...