You will be redirected to an external website

Ayurvedic Ritual:মাথায় শুধু জবা ফুল ও মেথি মাখুন,এই টোটকায় পাবেন রেশমের মতো চুল

Ayurvedic-Ritual:মাথায়-শুধু-জবা-ফুল-ও-মেথি-মাখুন,এই-টোটকায়-পাবেন-রেশমের-মতো-চুল

সুন্দর চুল গঠনের জন্য আয়ুর্বেদের সাহায্য নিতে পারেন

সুন্দর চুল গঠনের জন্য আয়ুর্বেদের সাহায্য নিতে পারেন। যুগ যুগ ধরে আয়ুর্বেদিক টোটকায় চুলের সমস্যা দূর করা হচ্ছে। চুল পড়া কমানোর পাশাপাশি নতুন চুল গজাতে, স্ক্যাল্পে পুষ্টি জোগাতেও সাহায্য করে আয়ুর্বেদিক টোটকায়। আয়ুর্বেদে ভেষজ উপাদান ব্যবহার করা হয় চুলের খেয়াল রাখার জন্য। আর চুলের জন্য সেরা দুই উপাদান হল মেথি ও জবা গাছের ফুল ও পাতা।

মেথি দানা

মেথি দানার মধ্যে প্রোটিন, ভিটামিন ও মিনারেল রয়েছে, এটি বিভিন্ন উপায়ে চুলকে সাহায্য করে। মেথির মধ্যে থাকা প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড চুলের ফলিকলকে মজবুত করে, চুল পড়া কমায় এবং চুল ঝরে পড়াকে প্রতিরোধ করে। পাশাপাশি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করতে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। 

জবা গাছের পাতা ও ফুল

জবা ফুল ও পাতার মধ্যে ভিটামিন এ এবং সি রয়েছে। জবা ফুল ও পাতা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এটি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করতেও সাহায্য করে। এছাড়া জবা ফুল ও পাতার মধ্যে প্রাকৃতিক কন্ডিশনিং উপাদান রয়েছে, এটি চুলকে নরম ও মসৃণ করে তোলে। এছাড়া জবার মধ্যে থেকে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান পাকা চুলের সমস্যাকে প্রতিরোধ করে। এছাড়া এই প্রাকৃতিক উপাদান স্ক্যাল্পকে খুশকি, চুলকানি, প্রদাহ থেকে রক্ষা করে।

জবার হেয়ার মাস্ক: এক কাপ জবা গাছের পাতা ও ফুলের পাপড়ি জলে ভিজিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি স্ক্যাল্প ও চুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন। নারকেল তেলের সঙ্গে জবা ফুলের পাপড়ি ও পাতা ফুটিয়ে হেয়ার অয়েল বানিয়ে নিতে পারেন।

জবা ও মেথি একসঙ্গে ব্যবহার করুন

২ চামচ মেথি দানা সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে জবা ফুলের পাপড়ি ও পাতা মেথির সঙ্গে ভিজিয়ে একসঙ্গে পেস্ট করে নিন। এবার এই হেয়ার মাস্ক চুল ও স্ক্যাল্পে ভাল করে লাগিয়ে নিন। ৩০ মিনিটে রেখে শ্যাম্পু করে নিন। এই হেয়ার মাস্ক আপনি সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Oily-Skin-Care:-ক্লিনজিং-থেকে-সানস্ক্রিন—রোজ-এই-৫-ধাপ-মানলেই-পাবেন-তেল-মুক্ত-ত্বক Read Next

Oily Skin Care: ক্লিনজিং থেকে সান�...

Related News