You will be redirected to an external website

Foreign Trip: বিদেশে যেতে ইচ্ছা করে?বিদেশ ভ্রমণ করতে পারেন গরমের ছুটিতে, কোথায় কোথায় যাবেন?

Foreign-Trip:-বিদেশে-যেতে-ইচ্ছা-করে?বিদেশ-ভ্রমণ-করতে-পারেন-গরমের-ছুটিতে,-কোথায়-কোথায়-যাবেন?

বিদেশ ভ্রমণ করতে পারেন গরমের ছুটিতে

বহু দিনের শখ বিদেশে ঘুরতে যাবেন। এখন গরমের ছুটিতে যদি কোথাও যেতেই হয়, সে ক্ষেত্রে অনেক আগে থেকে ব্যবস্থা করতে হত। কিন্তু বিদেশে ঘুরতে গেলে তো ভিসা করার ঝামেলাও আছে। তার আবেদন করলেই যে চট করে মিলবে, তেমনটা নয়। তা হলে এই গরমের ছুটিতেও কি বিদেশে ঘুরতে যাওয়া হবে না? 

চিন্তা নেই, ভারতের বাইরে এমন অনেক দেশ আছে যেখানে ভিসা ছাড়াই ভারতীয়রা ঘুরতে যেতে পারেন। বিশ্বের মোট ৫৮টি দেশে ভিসা ছাড়া অথবা ঢোকার পরে ভিসার সুবিধা পান ভারতীয়রা।

কম্বোডিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ার ঘুরতে যাওয়ার কথা বললে কম্বোডিয়ার কথা চট করে মাথায় আসে না কারও। একটা সময়ে ব্যাঙ্কক, পাটায়ার যাওয়ার বেশ চল ছিল বাঙালিদের মধ্যে। এখন যদিও তা খুবই একঘেয়ে হয়ে গিয়েছে। তবে ভিসা ছাড়াই এমন জায়গার স্বাদ যদি নিতে চান, তা হলে কম্বোডিয়া কিন্তু হতেই পারে আপনার গন্তব্য। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, বৌদ্ধমন্দির, দ্বীপপুঞ্জ, ঝর্না আপনার মন জয় করবেই।

মলদ্বীপ

বলিউড, টলিউড এমনকি একটু উচ্চবিত্তদের পছন্দের ঠিকানা এখন মলদ্বীপ যাওয়ার চল হয়েছে। এক দিকে দিগন্ত বিস্তৃত স্বচ্ছ, নীল জলরাশি যেমন চোখ জুড়িয়ে দেবে, তেমন জলের মাঝে দারুণ সব ভিলা, নানা ধরনের ওয়াটার স্পোর্টস আর হরেক রকম খাবার আছে সেখানে! সস্তায় বিদেশ ভ্রমণ করতে চাইলে ঘুরে আসতেই পারেন মলদ্বীপ থেকে। এখানে গেলেও ‘ভিসা অন অ্যারাইভাল’ পেয়ে যাবেন।

নেপাল

বাঙালি? আবার ফেলুদারও ভক্ত? তবে এই জায়গা একেবারে আপনার জন্য। মাঝে এই জায়গায় বিভিন্ন রকম নাশকতামূলক কাজের জন্য এই অঞ্চল এক সময়ে খবরের শিরোনামে ছিল। কিন্তু তাই বলে বাঙালির পশুপতিনাথ দর্শন তো বন্ধ হতে পারে না। আর ভিসা ছাড়া ঘরের কাছে এমন বিদেশ ভ্রমণ আর কোথায় গেলেই বা হবে? পশুপতিনাথ মন্দির ছাড়াও নেপালে রয়েছে হনুমান মন্দির, বোধিস্তূপ, নারায়ণহিতি প্যালেস মিউজ়িয়াম, কৈসর মহল, নীলকণ্ঠ মন্দির। এখানে এলে অবশ্যই ঘুরে দেখবেন গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনি গার্ডেন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Aloe-Vera-Oil:অ্যালোভেরা-তেলের-ছোঁয়াতেই-চুল-হবে-তরতাজা,খুশকির-সমস্যা-সাত-দিনেই-দূর-হবে Read Next

Aloe Vera Oil:অ্যালোভেরা তেলের ছ...