You will be redirected to an external website

fresh fruits tricks:বাজার থেকে কিনে আনা ফল দীর্ঘ দিন সতেজ রাখতে চান?কোন টোটকা কাজে লাগবে?

fresh-fruits-tricks:বাজার-থেকে-কিনে-আনা--ফল-দীর্ঘ-দিন-সতেজ-রাখতে-চান?কোন-টোটকা-কাজে-লাগবে?

বাজার থেকে কিনে আনা ফল দীর্ঘ দিন সতেজ রাখতে চান

পুষ্টিবিদদের মতে, রোজ অন্তত একটি করে ফল খাওয়া জরুরি। এতে শরীর তো বটেই, ভাল থাকে ত্বকও। ফলের পুষ্টিগুণ শরীরের অনেক সমস্যার চটজলদি সমাধান করে। ওজন কমাতেও ফল নিঃসন্দেহে উপকারী। রোজের ডায়েটে তাই অনেকেরই ফল থাকে। সারা সপ্তাহ সময় পান না বলে অনেকেই ছুটির দিনে একসঙ্গে ফল কিনে রাখেন। তবে একসঙ্গে ফল কিনে রাখলে পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তবে কয়েকটি ঘরোয়া টোটকা মেনে চললে অনেক দিন পর্যন্ত ফল সতেজ থাকবে।

বাজার থেকে ফল কিনে আনার পর অনেকেই সেগুলি প্রথমে জলে ভিজিয়ে রাখেন। কারণ ফলের গায়ে অনেক ধুলোময়লা লেগে থাকে। সেগুলি ধুয়ে পরিষ্কার করা জরুরি। বিশেষ করে অতিমারির পর থেকে বাইরে থেকে আনা সব্জি, ফল ধুয়ে তোলার প্রবণতা রয়েছে। এই অভ্যাস বজায় রাখা ভাল। তবে ফল অনেক দিন পর্যন্ত ভাল রাখতে ফ্রিজে তোলার আগে ফলগুলি মুছে নিন। ভেজা অবস্থায় রেখে দিলে অল্প দিনেই পচে যেতে পারে।

যে কোনও ফল অনেক দিন পর্যন্ত সতেজ রাখতে বাজার থেকে কিনে আনার পর সেগুলি ধুয়ে, শুকিয়ে কাগজে মুড়িয়ে রাখতে পারেন। তা হলে বাইরের আবহাওয়ার সংস্পর্শে এসে ফল অল্পেতেই নষ্ট না হয়ে যেতে পারে। অনেকেই ফ্রিজে ফল রাখেন। সে ক্ষেত্রেও কাগজে মুড়িয়ে রাখলে সুফল পাবেন।

দীর্ঘ দিন ধরে ফল সতেজ রাখার একটি সহজতম উপায় হল ভিনিগার। বাড়িতে ফল কিনে আনার পর অনেকেই ঠান্ডা পরিষ্কার জলে ধুয়ে নেন। তবে শুধু জল দিয়ে না ধুয়ে তাতে মিশিয়ে নিন কিছুটা ভিনিগার এবং নুন। ওই মিশ্রণটিতে ফলগুলি অন্তত ৮-১০ মিনিট ভিজিয়ে রেখে দিন। তার পর ফলগুলি ওই মিশ্রণটি থেকে তুলে ভাল করে মুছে ফ্রিজে বা অন্য কোথাও তুলে রাখুন। অনেক দিন পর্যন্ত ফল ভাল থাকবে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Home-Decor-Tips:বাড়িতে-বন্ধুরা-আসবেন?-কী-ভাবে-ঘর-সাজালে-অতিথিদের-মন-জয়-করতে-পারবেন? Read Next

Home Decor Tips:বাড়িতে বন্ধুরা আ...