You will be redirected to an external website

Hair Care Routine: পুজোর আগেই ঘন কালো চুল পাবেন এক মাস টানা মেনে চলুন এই ধাপ

Hair-Care-Routine:-পুজোর-আগেই-ঘন-কালো-চুল-পাবেন-এক-মাস-টানা-মেনে-চলুন-এই-ধাপ

পুজোর আগেই ঘন কালো চুল পাবেন

পুজোর আগে সাজগোজ নিয়ে কমবেশি সকলেই সচেতন। যদিও এখন সবে প্রস্তুতি শুরু হয়েছে। চলছে পুজোর শপিং। পুজো শুরু হওয়ার সবাই ভিড় করেন পার্লারে। সারা বছর স্পা না করালেও এই সময় সকলেই চান মসৃণ চুল। এছাড়া কেউ চুল কাটেন, কেউ আবার কেরাটিন ট্রিটমেন্ট করান। কিন্তু শেষ মুহূর্তে চুলের উপর এত এক্সপেরিমেন্ট না করাই ভাল। বরং, আগে থেকেই চুলের ক্ষয়কে রোধ করুন।

কথায় রয়েছে, তেলে চুল তাজা। ১০০ শতাংশ খাঁটি কথা। হয়তো রোজকারের ব্যস্ততার মাঝে আপনি চুলে তেল দেওয়ার সময় পান না। কিন্তু সপ্তাহে ২-৩ দিন চুলে তেল মাখলেই গোড়া মজবুত হবে। পাশাপাশি চুল কালো ও ঘন দেখাবে। নারকেল তেল, আমন্ড অয়েল কিংবা অলিভ অয়েল বেছে নিতে পারেন চুলের যত্নে। এছাড়া আমলকি, মেথি, জবা ফুল, ভৃঙ্গরাজের মতো ভেষজ উপাদান দিয়েও তেল বানিয়ে নিতে পারেন।

যত বেশি হিট প্রয়োগ করবেন, চুলের দফা-রফা হবে। ফ্রিজিনেস বাড়বে। পাশাপাশি চুল নিস্তেজ দেখাবে। যে কারণে স্ট্রেটনিং করানো এড়িয়ে যাওয়াই ভাল। চুল শুকনো করতে বা স্টাইলিং করতে হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার থেকে বিরতি নিন। দেখবেন ধীরে-ধীরে আপনার চুলের জেল্লা ফিরতে শুরু করেছে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Jungle-Safari:-প্রায়-৩-মাস-পর-খুলছে-ডুয়ার্সে‌র-জাতীয়-উদ্যানগুলি Read Next

Jungle Safari: প্রায় ৩ মাস পর খুলছ...