You will be redirected to an external website

Henna Hair Pack: ঢাকবে ধূসরতা, বাড়বে জেল্লা—এভাবে হেনা মাখলেই চুল পাবেন মনের মতো

Henna-Hair-Pack:-ঢাকবে-ধূসরতা,-বাড়বে-জেল্লা—এভাবে-হেনা-মাখলেই-চুল-পাবেন-মনের-মতো

বাড়বে জেল্লা—এভাবে হেনা মাখলেই চুল পাবেন মনের মতো

ঘন কালো চুল কার না ভাল লাগে! কিন্তু অনেকের বয়সের আগেই চুলে পাক ধরে। কালো চুলের মাঝে বার্ধক্য উঁকি দিতে থাকে। এই ধূসর চুলকে জীবনে থেকে তাড়াতে নানা উপায়ে বেছে নেন কম বয়সিরা। বয়সের আগে চুলে পাক ধরলে কেউ পার্লারে গিয়ে রং করান। আবার কেউ পছন্দ করেন রুট টাচ-আপ। আবার কেউ বাড়িতে বসেই হেনা করে নেন। পাকা চুলকে কালো করার অব্যর্থ উপায় হয় হেনা।

প্রাকৃতিক উপায়ে চুলের রং ধরে রাখতে চাইলে হেনার সাহায্য নিন। হেনার রঙে চুলের ধূসরতা গায়েব হয়ে যাবে। হেনা পাকা চুলকে কালো করা ছাড়াও একাধিক উপকারিতা প্রদান করে, যা পার্লারে গিয়ে রাসায়নিক রঙের সাহায্য নিলে পাওয়া যায় না।হেনা চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। হেনার মধ্যে ভিটামিন ই রয়েছে। এটাই চুলের বৃদ্ধি করে এবং চুলের আর্দ্রতা ধরে রাখে। পাশাপাশি হেনা ব্যবহার করলে স্ক্যাল্পের স্বাস্থ্য ভাল থাকে এবং খুশকির সমস্যা দূরে থাকে। 

হেনা ব্যবহারের পর চুলে লালচে ভাব থাকে। কুচকুচে কালো চুল পাওয়া যায় না। তবে, হেনার হেয়ার প্যাক তৈরি করার সময় ছোট্ট টিপস মানলে, চুলও কালো হবে এবং চুলের স্বাস্থ্য আরও ভাল থাকবে। আগের দিন রাত থেকে জলে হেনা ভিজিয়ে রাখুন। পরদিন সকালে হেনার সঙ্গে কফির গুঁড়ো মিশিয়ে দিন। খুব বেশি পাতলা করবেন না। এরপর এতে পাতিলেবুর রস মিশিয়ে ৩-৪ ঘণ্টা রেখে দিন।হেনার হেয়ার প্যাক ব্যবহারের আগে চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। কন্ডিশনার ব্যবহার করবেন না। চুল শুকিয়ে নিয়ে তারপর হেনার হেয়ার প্যাক লাগান। চুলের কোনও অংশ যেন বাদ না দেয়, সেভাবেই হেনা লাগান। হেনা লাগিয়ে ২-৩ ঘণ্টা অপেক্ষা করুন। যতক্ষণ আপনি হেনা মাথায় লাগিয়ে বসে থাকবেন, চুলের রং গাঢ় হবে। হেনা ব্যবহারের পর পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে নিন। শ্যাম্পু ব্যবহার করার প্রয়োজন নেই। হেনার ব্যবহারের ২৪ ঘণ্টা পর শ্যাম্পু করুন। কিন্তু ভেষজ শ্যাম্পুই ব্যবহার করবেন। সালফেট মুক্ত শ্যাম্পু ব্যবহার করলে হেনার রং ও চুল দুটোই ভাল থাকবে। তবে, ঘন ঘন শ্যাম্পু করলে হেনার রং বেশিদিন টেকসই হয় না। 

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Diwali-2023:-দিওয়ালিতে-মিষ্টিমুখ-করুন-ক্ষীর-দিয়ে,-রোজ়-ক্ষীর-খেয়েছেন-কখনও? Read Next

Diwali 2023: দিওয়ালিতে মিষ্টিমু...