You will be redirected to an external website

পুলিশের বাঁধা কে তোয়াকা না করেই ,৫০ জন সন্ন্যাসীর প্রবেশ কালিয়াগঞ্জে !

সিবিআই তদন্তের দাবিতে সরব সন্ন্যাসীরাও ! সংগৃহীত ছবি

পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয় ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় ৬ জনের বেশি ব্যক্তিকে একসঙ্গে ঢুকতে দেওয়া যাবে না।এবার কালিয়াগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। শনিবার ৫০ জন সন্ন্যাসীর একটি দল কালিয়াগঞ্জে । সন্ন্যাসীরা ২টি ঘটনাতেই সিবিআই তদন্ত দাবি করেন। বলেন, সিবিআই তদন্ত ছাড়া সত্য উদ্ঘাটেনর আশা দেখি না।

শনিবার কালিয়াগঞ্জে নিহত নাবালিকার পরিবার ও নিহত যুবক মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে যাওয়ার কথা ছিল ৫০ জন সন্ন্যাসী। কিন্তু পুলিশের তরফে জানানো হয় ১৪৪ ধারা জারি থাকায় একসঙ্গে অতজনকে ঢুকতে দেওয়া যাবে না। এদিন দুপুরে ১২ জন সন্ন্যাসী কালিয়াগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে পৌঁছন। সেখান থেকে মাত্র ৬ জনকে পুলিশ নাবালিকা ও মৃত্যুঞ্জয়ের পরবিবারের সঙ্গে দেখা করতে যান।

সাহেবঘাটায় নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সন্ন্যাদলের নেতৃত্বে থাকা প্রদীপ্তানন্দ বলেন, আমরা পরিবারের সঙ্গে দেখা করেছি। আমাদের ৫০ জনের দলের আসার কথা ছিল। কিন্তু পুলিশ অনুরোধ করায় ৬ জন এসেছি। আমরা মানুষের সেবায় ঘর ছেড়েছি। মানুষ বিপন্ন হলে আমাদের মন কাঁদে। তাই এখানে এসেছি। আমাদের মনে হয় এই ২ ঘটনা নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিবিআইকে দায়িত্ব দেওয়া উচিত। আমরা পরিবারের সঙ্গে কথা বলে যা বুঝেছি তা কলকাতায় আমাদের সম্পাদককে জানাব। তিনি আলোচনা করে পরবর্তী পদক্ষেপ করবেন।

 সেবাশ্রম সংঘের পরিচালন সমিতির সদস্য স্বামী প্রদীপ্তানন্দজী মহারাজ বলেন, ‘সমাজের দুর্দিনে আমরা ঘরে বসে থাকতে পারি না। সত্য উদঘাটন হওয়া দরকার। তদন্ত হওয়া দরকার। সিবিআই তদন্ত দরকার। আজকে বাংলার বুকে যেটাই সিবিআই তদন্ত হচ্ছে সত্য বেরিয়ে আসছে।সন্ন্যাসীরা ২টি ঘটনাতেই সিবিআই তদন্ত দাবি করেন। বলেন, সিবিআই তদন্ত ছাড়া সত্য উদ্ঘাটেনর আশা দেখি না।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বাড়িতে-বসেই-ভোট-দেবেন-কর্নাটকে-৯৪-হাজার-ভোটার-! Read Next

বাড়িতে বসেই ভোট দেবেন কর...