অভিনেতাকে খুনের হুমকি এলো মুম্বই পুলিসের কন্ট্রোল রুমের ফোনে । প্রতীকী ছবি
ফের খুনের হুমকি পেলেন অভিনেতা সলমন খান। দীর্ঘদিন ধরেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে বারবার খুনের হুমকি পাচ্ছেন অভিনেতা। এবার এক অচেনা ব্যক্তি সলমনকে খুনের হুমকি দিয়েছেন। সোমবার রাতে ফোনে খুনের হুমকি দেন ওই ব্যক্তি। মুম্বই পুলিসের কন্ট্রোল রুমে ফোন করে ওই ব্যক্তি বলেন, আগামী ৩০ এপ্রিল সলমনকে খুন করবেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম রকি ভাই। তাঁর বাড়ি রাজস্থানের যোধপুরে। নিজেকে 'গো রক্ষাক' দাবি করেছে সে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সময়টা মোটেও ভালো যাচ্ছে না সলমন খানের, একের পর এক খুনের হুমকি পাওয়ার পর বুলেট প্রুফ গাড়িও কিনেছেন তিনি। তাও হুমকি তাঁর পিছু ছাড়ছে না।
এবার ফোনে খুনের হুমকি পেলেন অভিনেতা। এমনতিইে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে খুনের হুমকি পেয়েছেন তিনি। ইমেলে তাঁকে হত্যার হুমকি এসেছে। সেই বিষয়ে প্রকাশ্যে বিচলিত না হলেও চাপে রয়েছেন অভিনেতা সেটা বোঝাই যাচ্ছে। লাগাতার হুমকির কথা মাথায় রেখেই সদ্য ১ কোটি দামের বুলেট প্রুফ গাড়ি কিনেছেন সল্লু। এর মাঝেই গতকাল, সোমবার রাত ৯ টা নাগাদ হুমকি ফোন আসে সলমনের জন্য। মুম্বই পুলিসের কন্ট্রোল রুমে হুমকি ফোনটি আসে। এক ব্যক্তি ফোনে জানান আগামী ৩০ এপ্রিল সলমনকে হত্যা করবেন তিনি। পুলিস জানতে পারে ওই ব্যক্তির নাম রকি ভাই। তিনি রাজস্থানের যোধপুরের বাসিন্দা ও একজন গোরক্ষক। ওই হুমকি ফোন পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। লাগাতার খুনের হুমকি পাওয়ায় সলমনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সলমন আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির প্রচার নিয়ে। গতকাল, সোমবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে সেই ছবির ট্রেলার। আগামী ২১ এপ্রিল ঈদে মুক্তি পাবে ছবিটি। সেই ছবিতে সলমন ছাড়াও অভিনয় করতে দেখা যাবে ভেঙ্কটেশ দাগ্গুবাটি, পূজা হেগড়ে, ভূমিকা চাওলা, রাঘব জুয়েল ও শেহনাজ গিলকে।