চিকিৎসাধীন দিল্লি এইমস-এর সিসিইউ-তে । সংগৃহীত ছবি
বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। বুকের ব্যথা অনুভব করায় রবিবার রাত ১০.৩০ মিনিট নাগাদ দিল্লি এইমস-এর ক্রিটিক্যাল কার্ডিয়াক ইউনিট -তে ভর্তি করা হয়েছে তাঁকে। এই মুহূর্তের চিকিৎসকদের পর্যবেক্ষণে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি।
রবিবার রাত ১০ টা ৫০ মিনিট নাগাদ কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিষাণ রে়ড্ডিকে এইমসে নিয়ে আসা হয়। বুকে ব্যথা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁকে এইমসের কার্ডিয়ো নিউরো সেন্টারের কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। এদিন সকালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গুরুতর কোনও সমস্যা বা রোগ নয়, গ্যাসের সমস্যার কারণেই কেন্দ্রীয় মন্ত্রীর বুকে ব্যথা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ রয়েছেন। তবে আপাতত তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। বুকের ব্যথা অনুভব করায় রবিবার রাত ১০.৩০ মিনিট নাগাদ দিল্লি এইমস-এর ক্রিটিক্যাল কার্ডিয়াক ইউনিট (সিসিইউ)-তে ভর্তি করা হয়েছে তাঁকে। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। সোমবার দিল্লি এইমস জানিয়েছেন, "কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডিকে রবিবার রাতে এইমস- ভর্তি করা হয়েছে, পেটে অস্বস্তিজনিত কারণে ভর্তি হয়েছেন তিনি। তিনি স্থিতিশীল এবং নিয়মিত কাজ করছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।"
সূত্রের খবর, রবিবার রাতে বুকে ব্যথা অনুভব করেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি, কোনও রকম ঝুঁকি না নিয়ে রাতেই তাঁকে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়। রাত ১০.৩০ মিনিট নাগাদ দিল্লি এইমস-এর ক্রিটিক্যাল কার্ডিয়াক ইউনিট -তে ভর্তি করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।