বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি কলকাতায় । সংগৃহীত ছবি
সপ্তাহের শেষ দিন অর্থাৎ রবিবার কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিকেলের পর থেকেই পরিবর্আতন হতে পরে আবহাওয়ার রূপ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানানো হয়েছে ৷কলকাতার পাশাপাশি হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া, দুই ২৪ পরগনাতেও ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে কলকাতায়। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাবে গরম।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।রবিবার সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়তে রোদ দেখা মিলেছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। ঝড়বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কলকাতায়। এদিকে কলকাতা ও আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে ।