You will be redirected to an external website

Panchayat Election: রাজ্যের দাবি আদায়ে দিল্লির ধর্নায় থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতাও...

Panchayat-Election:-রাজ্যের-দাবি-আদায়ে-দিল্লির-ধর্নায়-থাকতে-পারেন-মুখ্যমন্ত্রী-মমতাও...

দিল্লির ধর্নায় থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতাও

পঞ্চায়েত ভোট মিটে গেলেই রাজ্যের দাবিদাওয়া আদায়ের জন্য দিল্লিতে গিয়ে ধর্না অবস্থান করবে তৃণমূল। এমনটা আগেই জানিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচিতে যে দলের সর্বভারতীয় চেয়ারপার্সন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অংশ নিতে পারেন, এ বার তার ইঙ্গিত দিলেন তিনি। 

অভিষেক বলেন, ‘‘১০ লক্ষ মানুষ নিয়ে আমরা দিল্লি গিয়ে নিজেদের অধিকারের জন্য ধর্না অবস্থান করব। আগামী মাস দুইয়ের মধ্যেই আমি সব ব্যবস্থা করব। সবাইকে যেতে হবে।’’ এর পরেই তিনি বলেন, ‘‘বিজেপি নেতারা বলছে দিল্লির পুলিশ নাকি অমিত শাহের পুলিশ। আমাদের ৬ ফুটের লাঠি দিয়ে মারবে। ওদের এত সাহস বাংলার মায়েদের মারবে! ওদের ডান্ডা ভেঙে যাবে, এদের মেরুদণ্ড ভাঙবে না। 

অভিষেকের এই মন্তব্যকে মমতার দিল্লিতে যাওয়ার ঘোষণা হিসেবেই দেখছেন বাংলার রাজনীতিক কারবারিরা। তাঁদের মতে, লোকসভা ভোটের আগে দিল্লির রাজপথে বাংলার মুখ্যমন্ত্রী ধর্নায় বসলে তা অন্য মাত্রা পেতেই পারে। কারণ, বিরোধীদের জোটে বড় ভূমিকা রয়েছে মমতার। পটনার বৈঠক তো বটেই, বেঙ্গালুরুর বৈঠকেও গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে তাঁর। আর মমতা দিল্লির ধর্নায় উপস্থিত থাকলে, অন্য জাতীয় স্তরের রাজনৈতিক দলগুলিও সেই ধর্নাকে সমর্থন দিতে পারে বলেই মনে করা হচ্ছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ফের-দাম-বাড়ল-কেরোসিন-তেলের,চিন্তায়-ডিলার-থেকে-সাধারণ-মানুষ Read Next

ফের দাম বাড়ল কেরোসিন তে...