You will be redirected to an external website

রিষড়ায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা ! কতদিন চলবে এই স্তব্ধতা?

রিষড়ায়-বন্ধ-রয়েছে-ইন্টারনেট-পরিষেবা-!-কতদিন-চলবে-এই-স্তব্ধতা?

রামনবমীর অশান্তি কে ঘিরেই রিষড়ায় জারি করা হেয়েছে ১৪৪ধারা

রিষড়ায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। জারি রয়েছে ১৪৪ ধারও। এলাকায় চলছে বাহিনীর রুটমার্চ। সেই সঙ্গে নাকা চেকিং চলছে। রবিবার রাতে রামনবমীর মিছিলের নামে এখানেও উত্তেজনা ছড়ানো হয়েছে। মিছিলে ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। 
সোমবার সকালে ফের উত্তপ্ত হয়ে উঠতে থাকে পরিস্থিতি। পুলিশ মাইক নিয়ে প্রচার করেছে এলাকায়। মানুষকে অযথা বাড়ির বাইরে বের হতে বারণ করা হচ্ছে।

রবিবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে হুগলীর রিষড়া। রামনবমীর শোভাযাত্রার নামে অশান্তি বাঁধানো হয়। তাতে নেতৃত্ব দিয়েছেন বিজেপি নেতা এবং সাংসদ দিলীপ ঘোষ। দু্ষ্কৃতীরা ভাঙচুর চালায়, আগুন ধরিয়ে দেওয়া হয় গরিব, মেহনতী মানুষের জিনিসপত্রে। পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অশান্তি হয়েছে রিষড়ার মৈত্রী পথ সন্ধ্যা বাজারে। 
রবিবারের পর সোমবার রাতে ফের নতুন করে উত্তেজনা ছড়াল হুগলির রিষড়াতে । সূত্রের খবর, রিষড়ার চার নম্বর গেট এলাকা রেল লাইনে নেমে পড়েন বিক্ষোভকারীরা। অভিযোগ, ট্রেন লক্ষ্য করে ছোড়া হয় ইট।

এই অশান্তির জেরে পুরো স্তব্ধ হাওড়া-বর্ধমান শাখার ট্রেন চলাচল। রাত যত বাড়ছে স্টেশনে স্টেশনে ততই বাড়ছে ভিড়। অফিস ফেরত যাত্রীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়েছে লোকাল ট্রেন। আটকে আছে দূরপাল্লার ট্রেনও।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালহি নেতৃত্বে এরিয়া ডমিনেশন শুরু করেছে পুলিশ। নামানো হয়েছে র‍্যাফ।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

তাপমাত্রার-সঙ্গে-তাল-মিলিয়ে-উত্তপ্ত-হয়ে-উঠছে--বাজারের-মুল্যবৃদ্ধি- Read Next

তাপমাত্রার সঙ্গে তাল মি...