You will be redirected to an external website

বাংলার ১০৩ জনের দেহ চিহ্নিত,ওড়িশার কটকে বললেন মমতা

বাংলার ১০৩ জনের দেহ চিহ্নিত

করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃতদের মধ্যে এ রাজ্যের শতাধিক মানুষের দেহ চিহ্নিত করা গিয়েছে। মঙ্গলবার দুপুরে কটকের হাসপাতালে ভর্তি রাজ্যের বাসিন্দাদের দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের দেখে বেরিয়ে মমতা জানান, এখনও ৯৭ জন ওড়িশার হাসপাতালে ভর্তি রয়েছেন। মমতা ধন্যবাদ জানান হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের। পাশাপাশি ওড়িশা সরকারকেও ধন্যবাদ জানান। এর পরেই সিবিআই তদন্ত নিয়ে মমতার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘‘সত্য ধামাচাপা দেওয়া উচিত নয়।’’

করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাজ্যের বহু মানুষের। অনেকে গুরুতর ভাবে আহত হয়েছেন। আহতেরা ভর্তি রয়েছেন কটক এবং ভুবনেশ্বরের হাসপাতালে। মঙ্গলবার কটকের হাসপাতাল থেকে বেরিয়ে এসে মমতা জানান, বাংলার ৯৭ জন এখনও ওড়িশার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই সময় তাঁকে প্রশ্ন করা হয় ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সত্য ধামাচাপা দেওয়া উচিত নয়। আমি চাই, সত্যিটা সামনে আসুক। শুভবুদ্ধির উদয় হোক।’’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ওর-মা-অসুস্থ,-তখনই-বলতে-পারত-তুমি-যেও-না’,-রুজিরাকে-আটকানোয়-বিরক্ত-মমতা Read Next

ওর মা অসুস্থ, তখনই বলতে প...