You will be redirected to an external website

বহরমপুরের সরকারি হোমের আবাসিক ১১ জন কিশোর নিখোঁজ

বহরমপুরের-সরকারি-হোমের-আবাসিক-১১-জন-কিশোর-নিখোঁজ

পাঁচিল টপকে চম্পট ১১ জন কিশোর

বহরমপুরের সরকারি হোমের আবাসিক ১১ জন কিশোর নিখোঁজ। সূত্রের খবর, হোমের গার্ড তাদের স্কুলে পৌঁছে দেওয়ার পর কিশোররা পাঁচিল টপকে চম্পট দেয়। স্কুলের পাঁচিলের কাছে একটি বেঞ্চ উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে, সেই বেঞ্চের সাহায্যেই চম্পট দিয়েছে ওই কিশোররা। এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধেয় থানায় অভিযোগ দায়ের হয়। শুক্রবার সকাল থেকে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, গতকাল হোমের কাছাকাছি বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ স্কুল যায় ১১ জন কিশোর। তারপর থেকে আর খোঁজ মেলেনি কাজি নজরুল ইসলাম শিশু হোমের আবাসিকদের। হোম থেকে স্কুলে পড়ুয়াদের নিয়ে যাওয়ার সময় গার্ড থাকে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, স্কুলে টিফিন চলাকালীন পাঁচিল টপকে পালিয়ে গিয়েছে তারা।

গতকাল রাতেই বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু স্কুলের চোখ এড়িয়ে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। কেন সপ্তম থেকে দশম শ্রেণির ১১ জন পড়ুয়া দল বেঁধে চম্পট দিল, তা নিয়েও রহস্য দানা বেঁধেছে। তারা নিজেরাই পালিয়েছে নাকি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের অপহরণ করেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

-মোদীর-শিক্ষাগত-শংসাপত্র-চাওয়ায়-কেজরীকে-২৫-হাজার-টাকা-জরিমানা-গুজরাট-হাই-কোর্টের Read Next

মোদীর শিক্ষাগত শংসাপত্...