You will be redirected to an external website

কুড়মি সমাজের ১২ ঘন্টা বন্ধের জেরেই ভোগান্তির শিকার পথযাত্রী !

ফের আন্দোলনে কুড়মিরা, সংগৃহীত ছবি

কুড়মি সমাজের কেন্দ্রীয় কমিটির ডাকে বুধবার জঙ্গলমহল জুড়ে ১২ ঘণ্টার বনধ চলছে। প্রভাব পড়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলায়। জঙ্গলমহলের তিনটি জেলাতেই বেসরকারি চলাচল পুরোপুরি বন্ধ। ভোগান্তির শিকার হচ্ছেন বহু মানুষ। কিন্তু কুড়মিরা জানিয়েছেন, তাঁদের দাবিদাওয়ার দাবিতেই বনধ কর্মসূচি। বিহিত না হওয়া পর্যন্ত দফায় দফায় ।

কুড়মি সমাজের কেন্দ্রীয় কমিটির ডাকে ১২ ঘণ্টার বন্ধ পালিত হচ্ছে জঙ্গলমহল জুড়ে। এর প্রভাব পড়েছে পুরুলিয়ার বেসরকারি বাস পরিবহনে। সকাল থেকে পথে নামেনি কোনও বেসরকারি বাস। তবে ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক। এই বনধকে ঘিরে প্রশাসন যথেষ্ট সতর্ক। রাস্তার মোড়ে মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। এখনও অবধি কোনও দোকানপাট খোলা হয়নি।

আদিবাসী কুড়মি জাতিকে তফশিলি উপজাতির তালিকাভুক্ত করা, সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা-সহ রাজ্য সরকারের সিআরআই  রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর দাবিতে ১ এপ্রিল থেকে জঙ্গলমহলে শুরু হয় ‘ঘাঘর ঘেরা’ নামের অবরোধ কর্মসূচি। পরে তা সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়া হলেও ফের এ দিন বনধের ডাক দেন তাঁরা।

পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের আন্দোলন কারীদের সাথে খারাপ ব্যবহার,আন্দোলন কারীদের বিরুদ্ধে  মিথ্যা মামলা দিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা,নবান্নে সরকারী ভাবে আন্দোলনকারীদের সাথে দুর্ব্যবহার,কুড়মিদের তফসিলি তালিকায় অন্তর্ভুক্তির জন্য সিআরআই রিপোর্টের প্রয়োজনীয় জাস্টিফিকেশন-সহ একাধিক দাবিতে আজ কুড়মি সংগঠনের ডাকে জঙ্গল মহলে ১২ ঘণ্টার বনধ কর্মসূচি চলছে।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

প্রাক্তন আমলা পিতার সঙ্...