ভারতে এল নতুন ১২ আফ্রিকান চিতা
অবশেষে এল বহু প্রতীক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ। ভারতে এসে পৌঁছল ১২টি নতুন আফ্রিকান চিতা। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতীয় বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার এয়ারক্র্যাফ্টে চেপে দিব্যি এ দেশে উড়ে এল চিতাগুলি। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নামানো হয়েছে চিতার খাঁচাগুলি। আপাতত সকলেই সিডেটিভের জেরে তন্দ্রাচ্ছন্ন।
ভারতে ১২ নয়া চিতা
শনিবার সকাল ১০টা নাগাদ মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এসে পৌঁছয় আফ্রিকান চিতাদের গ্লোবমাস্টার এয়ারক্র্যাফ্ট। সেখানে ঘণ্টাখানেকের বিশ্রামের পর তাদের হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যাওয়া হবে কুনো ন্যাশনাল পার্কে। যেখানে নতুন বন্ধুদের জন্য অপেক্ষায় রয়েছে আরও ৮ নামিবিয়ান চিতা।
যদিও এখনই ফ্রেডি, এল্টন, আশা, সায়েশাদের মতো কুনোর বিগ বোমায় অর্থাৎ বড় এনক্লোজারে ছাড়া হবে না। আপাতত নতুন এই আট চিতা থাকবে কোয়ারেন্টাইনে। ভারতের জল হাওয়ার সঙ্গে ধীরে ধীরে মানিয়ে গুছিয়ে নিতে পারলেই তারাও দাপিয়ে বেড়াবে কুনোর জঙ্গলে।