You will be redirected to an external website

Brazil : আমাজনের কাছে যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল বিমান

Brazil-:-আমাজনের-কাছে-যাত্রীদের-নিয়ে-ভেঙে-পড়ল-বিমান

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। যাত্রীদের নিয়ে উত্তর আমাজনে বিমানটি ভেঙে পড়ে। তাতে মোট ১২ জন যাত্রী এবং দু’জন বিমানকর্মী ছিলেন। 

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, উত্তর আমাজনের রাজধানী মানাউস থেকে ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। বার্সেলোস ব্রাজিলের একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। আমাজনের একটি উপনদী রিও নেগ্রোর ধারে এই এলাকায় দেশের নানা প্রান্ত থেকে পর্যটকেরা আসেন। এমনকি, বিদেশি পর্যটকদের আনাগোনাও রয়েছে।

মানাউস থেকে এই বার্সেলোসই ছিল বিমানের গন্তব্য। সময় লাগে ৯০ মিনিট। আমাজনের গভর্নর উইলসন লিমা ‌এক্স হ্যান্ডেলে দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

মানাউস এয়ারট্যাক্সি এয়ারলাইন ১৪ জনের মৃত্যু নিশ্চিত করে একটি বিবৃতি জারি করেছে। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা জানতে শুরু হয়েছে তদন্ত। ব্রাজিলে অল্প দূরত্বে যাতায়াতের জন্য ছোট বিমান বা এয়ারট্যাক্সি চলে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিরও তেমনই পরিষেবা দেওয়ার কথা ছিল। মোট ১৮ জনকে বহনের ক্ষমতা ছিল এই বিমানের।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

PM-Modi-Birthday:-মোদীর-জন্মদিনে-অটোভাড়া-লাগছে-না-সুরাতে!-পরিষেবা-দিচ্ছেন-সম্পূর্ণ-বিনামূল্যে Read Next

PM Modi Birthday: মোদীর জন্মদিনে অট...