You will be redirected to an external website

নুসরতের বিরুদ্ধে ২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ,ইডির দ্বারস্থ বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা

নুসরতের-বিরুদ্ধে-২৪-কোটি-টাকার-দুর্নীতির-অভিযোগ,ইডির-দ্বারস্থ-বিজেপি-নেতা-শঙ্কুদেব-পণ্ডা

নুসরতের বিরুদ্ধে ২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ নিয়ে ইডির দ্বারস্থ বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। সোমবার সন্ধ্যায় তিনি কয়েক জন বয়স্ক নাগরিককে নিয়ে ইডির কাছে যান। তাঁর অভিযোগ, বেশ কয়েক জনের কাছ থেকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিল নুসরতের সংস্থা। কিন্তু ফ্ল্যাট মেলেনি। 

শঙ্কুদেব ইডিকে জানিয়েছেন, গড়িয়াহাট রোডের একটি সংস্থার যৌথ ডিরেক্টর নুসরত। সেই সংস্থা ২০১৪ সালে মোট ৪২৯ জনের কাছ থেকে টাকা নিয়েছিল। ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেওয়া হয়েছিল। পরিবর্তে প্রতিশ্রুতি ছিল, রাজারহাটে হিডকোর দফতরের কাছে তাঁদের প্রত্যেককে ৩ বিএইচকে ফ্ল্যাট দেওয়া হবে। তিন বছরের মধ্যে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

এ প্রসঙ্গে শঙ্কুদেব বলেন, ‘‘বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত একটি কোম্পানি তৈরি করে অবসরপ্রাপ্ত বয়স্ক লোকজনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নিয়েছিলেন। কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। ফ্ল্যাট তো দেনইনি। উল্টে সেই টাকা দিয়ে নিজেরা পাম অ্যাভিনিউতে একটি ফ্ল্যাট করেছেন। প্রতারিতেরা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি। তাঁদের আদালতে যেতে হয়েছে। সেখানে নুসরতের বিরুদ্ধে সমন পাঠানো হয়েছিল। কিন্তু তিনি আদালতে যাননি।’’

ইডি নিষ্ক্রিয় থাকলে তাদের বিরুদ্ধেও মামলা করবেন বলে জানিয়েছেন বিজেপি নেতা। অবিলম্বে নুসরতকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন তিনি। শঙ্কুদেবে অভিযোগকে অবশ্য তেমন গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এ প্রসঙ্গে বলেন, ‘‘ইডি কি আদৌ নিরপেক্ষ? সিবিআই বা ইডি বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-গভীর-নিম্নচাপের-ছোবল,৪৮-ঘণ্টায়-কলকাতা-সহ-দক্ষিণবঙ্গে-বাড়বে-বৃষ্টির-পরিমাণ Read Next

Weather: গভীর নিম্নচাপের ছোবল...