ডেঙ্গি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে টানা বৃষ্টি
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত কয়েক দিনে রাজ্য জুড়ে বৃষ্টির দাপট বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। গত কয়েক দিনের ডেঙ্গির পরিসংখ্যান স্বাস্থ্যকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। রাজ্যের সমস্ত জেলাশাসক এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রের জন্য উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়েছে।
স্বাস্থ্যভবনের এক কর্তা জানান, রাজ্যে বর্তমানে দৈনিক ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৫০ থেকে ৩০০। এখনও পর্যন্ত মোট ৩০ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেসরকারি সূত্রে খবর, গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৭,৬৭০ জন। তিনটি জেলার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিশেষ ভাবে চিন্তিত স্বাস্থ্যভবন। উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে মোট আটটি এলাকাকে ডেঙ্গি ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এ প্রসঙ্গে স্বাস্থ্যসচিব বলেন, ‘‘বৃষ্টিতে ডেঙ্গি আরও বাড়তে পারে। তার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজ্যে ডেঙ্গি পরীক্ষার হার আগের চেয়ে বেড়েছে।
ডেঙ্গি পরিস্থিতিতে উদ্বিগ্ন চিকিৎসকেরাও। শহরের একাধিক হাসপাতালে ডেঙ্গি রোগীর সংখ্যা বাড়ছে। সঙ্গে দোসর ম্যালেরিয়াও। সিএমআরআই হাসপাতালে এই মুহূর্তে ডেঙ্গি সংক্রমণ নিয়ে ভর্তি রয়েছেন ৩৭ জন। এ ছাড়া, তিন জন ম্যালেরিয়া আক্রান্তও রয়েছেন। উডল্যান্ডস হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা ২০। ম্যালেরিয়া নিয়ে ভর্তি আছেন এক জন। আমরি হাসপাতালে এই মুহূর্তে ডেঙ্গি নিয়ে ভর্তি আছেন ৮০ জন। তাঁদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন ১৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৭ জন রোগীকে ডেঙ্গি আক্রান্ত হয়ে আমরিতে ভর্তি করানো হয়েছে।