You will be redirected to an external website

৩০০ টাকার অধ্যাপকের নিয়োগ শুরু বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে, গেটে তুমুল বিক্ষোভ

৩০০-টাকার-অধ্যাপকের-নিয়োগ-শুরু-বাঁকুড়া-বিশ্ববিদ্যালয়ে,-গেটে-তুমুল-বিক্ষোভ

৩০০ টাকার অধ্যাপকের নিয়োগ শুরু বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে ৩০০ টাকার অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ শুরু। আর ইন্টারভিউ শুরু হতেই বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিক্ষোভ। অস্থায়ী ওই অধ্যাপক নিয়োগের বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল গেট ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তাঁরা।

উল্লেখ্য, গত ২৪ মার্চ বাঁকুড়া বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগে অস্থায়ী ভাবে চারজন স্পেশাল অধ্যাপক নিয়োগ করতে চায়। ওই পদের জন্য যোগ্যতামান চাওয়া হয় ফিজিক্সে স্নাতকোত্তর। সঙ্গে চাকরীপ্রার্থীকে অবশ্যই নেট কোয়ালিফায়েড হতে হবে অথবা তাঁর পিএইচডি থাকতে হবে। সপ্তাহে ওই স্পেশাল লেকচারারকে সর্বাধিক চারটি ক্লাস দেওয়া হবে। তার মূল্যে পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে ক্লাস পিছু দেওয়া হবে ৩০০ টাকা।

অথচ ইউজিসি-র নিয়ম অনুযায়ী একজন অস্থায়ী অধ্যাপককে যেখানে ক্লাস পিছু কমপক্ষে দেড় হাজার টাকা পারিশ্রমিক দিতে হবে। সেখানে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের এমন বিজ্ঞপ্তিতে সমালোচনার ঝড় বয়ে যায় রাজ্যজুড়ে। সমালোচনার মুখে পড়েও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়।

সূত্রের খবর এদিনের ইন্টারভিউয়ে খুব কম সংখ্যক চাকরী প্রার্থী অংশ নিয়েছে। যদিও এব্যাপারে মুখ খোলেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে যখন ইন্টারভিউ প্রক্রিয়া চলছে তখন ওই নিয়োগ বন্ধ ও পূর্ব প্রকাশিত বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের গেট ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন এবিভিপি কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি বিজ্ঞপ্তি বাতিল না করা পর্যন্ত তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বন্দে-ভারত-এক্সপ্রেস-ছুটবে-দেশের-প্রথম-ঝুলন্ত-রেল-সেতুতে Read Next

বন্দে ভারত এক্সপ্রেস ছু...