You will be redirected to an external website

ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষরাধসে আরও ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

ফ্রান্সের-আল্পস-পর্বতমালায়-তুষরাধসে-আরও-৯-জন-আহত-হয়েছে-বলে-জানিয়েছেন-দেশটির-স্বরাষ্ট্রমন্ত্রী।

ফ্রান্সের আল্পস্‌ পার্বত্য এলাকায় হিমবাহ ধসে মৃত ৪ । সংগূহীত ছবি

ফ্রান্সের আল্পস্‌ পার্বত্য এলাকায় হিমবাহ ধসে অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার দুপুরে আরমানসেট হিমবাহে এই ধস নামে। ফ্রান্সের অভ্যন্তরীন বিষয়ক মন্ত্রী জেরাল্ড ডার্মানিন জানিয়েছেন, পর্বতে ‘স্কি’ করার সময় এই ৪ জন ধসের কবলে পড়েন। ত্রাণ ও উদ্ধারকারী দল সেখানে পৌঁছয়, ৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে আগামী দিনে এইরকম ঘটনা আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা।

রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিন পশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের ফ্রেঞ্চ আলপসে। আর্মানসেটি গ্লেসিয়ারের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। ১১,৫০০ ফুট উচ্চতায় ঘটনাটি ঘটে। হিউট স্যাভোইয়ির কাছে অবস্থিত গ্লেসিয়ারের কাছে তুষারঝড়ের মধ্যে পড়ে যান পর্যটকরা। যা চ্যামোনিক্স থেকে ৩০ কিমি দক্ষিণ পশ্চিমে অবস্থিত। চ্যামোনিক্স মন্ট ব্ল্যাঙ্কের কাছে একটি পর্ষটন কেন্দ্র বলে পরিচিত।

৩ হাজার ৫ শ মিটার উচ্চতায় বিশাল এলাকাজুড়ে এই তুষারধস হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কী কারণে এই ধস হল তা তদন্ত করে দেখা হচ্ছে।আরও কেউ হতাহত হয়েছে কিনা তা খুঁজে বের করতে ‍উদ্ধারকারী দল সন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তুষারধসে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

জামশেদপুরে--জারি-১৪৪-ধারা,-বন্ধ-ইন্টারনেট-সংযোগ Read Next

জামশেদপুরে জারি ১৪৪ ধার...