You will be redirected to an external website

Flamingoes: মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় বিমানের ধাক্কায় মৃত্যু ৪০টি ফ্লেমিঙ্গোর

Flamingoes:-মুম্বই-বিমানবন্দরে-অবতরণের-সময়-বিমানের-ধাক্কায়-মৃত্যু-৪০টি-ফ্লেমিঙ্গোর

বিমানের ধাক্কায় ৪০টি ফ্লেমিঙ্গোর মৃত্যু বলে জানা গিয়েছে

মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় বিমানের ধাক্কায় ৪০টি ফ্লেমিঙ্গোর মৃত্যু বলে জানা গিয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ঘাটকোপারের কাছে। দুবাই থেকে ইকে ৫০৮ যাত্রিবাহী বিমান মুম্বইয়ে আসছিল। লক্ষ্মীনগর এলাকার পন্তনগরের কাছে এই ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে খবর, এমিরেটস-এর একটি বিমানের সঙ্গে এই ঘটনা ঘটেছে। বিমানটি আবার দুবাইয়ে ফেরার কথা ছিল। বিমানটি কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা পরীক্ষার জন্য সেটিকে পুনরায় দুবাইয়ের উদ্দেশে রওনা করানো হয়নি। ফলে যাত্রীদের মুম্বই বিমানবন্দরেই অপেক্ষা করতে হচ্ছে। মঙ্গলবার রাত ৯টা নাগাদ বিমানটি আবার দুবাইয়ের উদ্দেশে যাত্রীদের নিয়ে রওনা হবে বলে বিমানবন্দর সূত্রে খবর। 

মহারাষ্ট্রের বন দফতর এই ঘটনার তদন্ত শুরু করেছে। বন দফতরের আধিকারিকেরা মৃত ফ্লেমিঙ্গোগুলির নমুনা সংগ্রহ করেছেন। বন দফতরের একটি দল আবার পাইলটের বয়ান রেকর্ড করবেন বলে জানা গিয়েছে। বন দফতরের শীর্ষ কর্তা এস ভি রামারাও বলেন, “ কী ভাবে পাখিগুলির মৃত্যু হল, তা আমাদের দল পূর্ণাঙ্গ তদন্ত করবে। পাইলটের বয়ানও রেকর্ড করা হবে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Election-2024:-‘প্রভু-জগন্নাথদেব-মোদীর-ভক্ত’!-মুখ-ফস্কে-মন্তব্য-পুরীর-বিজেপি-প্রার্থী-সম্বিতের? Read Next

Election 2024: ‘প্রভু জগন্নাথদেব ...