বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া! সংগৃহীত ছবি
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সৌজন্যে এমনিতেই তাপমাত্রার পারদ বেশ কিছুটা নেমেছে। কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি, তবে বিক্ষিপ্তভাবে। উত্তরের জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে, হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিও। এদিকে, পাহাড়ে শিলা বৃ্ষ্টি ও তুষারপাত বাড়তি পাওনা হিসেবে মনে করছেন ভ্রমণ প্রিয় মানুষেরা। আবহবিদরা জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের সব জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও বুধবার বেশির ভাগ জেলা শুষ্ক থাকবে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। উত্তরের জেলাগুলিতে বুধবার পর্যন্ত হতে পারে বৃষ্টি। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।