You will be redirected to an external website

Vande Bharat:বন্দে ভারতে পাথর ছুড়লে ৫ বছরের সাজা! কড়া হুঁশিয়ারি দিল রেল

Vande-Bharat:বন্দে-ভারতে-পাথর-ছুড়লে-৫-বছরের-সাজা!-কড়া-হুঁশিয়ারি-দিল-রেল

বন্দে ভারতে পাথর ছুড়লে ৫ বছরের সাজা

বন্দে ভারতে পাথর ছুড়লে অভিযুক্তদের পাঁচ বছরের জন্য জেলে পাঠানো হবে। পাথর ছোড়ার ঘটনা রুখতে মঙ্গলবার এমনই সতর্কবার্তা দিল দক্ষিণ-মধ্য রেল। তা ছাড়া এই ধরনের দুষ্কৃতীমূলক ঘটনায় যাতে কোনও রকম প্রশ্রয় না দেওয়া হয়, জনসাধারণের উদ্দেশে সেই আবেদনও জানানো হয়েছে রেলের তরফে।

তেলঙ্গানার একাধিক জায়গা থেকে বন্দে ভারতে একাধিক বার পাথর ছোড়ার ঘটনার পরই এই কঠোর পদক্ষেপ করল দক্ষিণ-মধ্য রেল। রেল সূত্রে খবর, কাজিপেট, খাম্মাম, কাজিপেট-ভঙ্গির এবং এলুরু-রাজমুন্দ্রি শাখায় বন্দে ভারতকে লক্ষ্য করে বেশ কয়েক বার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এ বছরের জানুয়ারিতেই বন্দে ভারতের উপর ন’বার হামলা চালানো হয়েছে।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে বন্দে ভারত উদ্বোধন হয়। তার পর থেকেই তেলঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ় এবং পশ্চিমবঙ্গে বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এক প্রেস বিজ্ঞাপ্তি জারি করে দক্ষিণ-মধ্য রেল জানিয়েছে, ট্রেনে পাথর ছোড়া ফৌজদারি অপরাধ। রেলের আইনের ১৫২ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, এই অপরাধে অভিযুক্তদের পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। রেলসুরক্ষা বাহিনী (আরপিএফ) সূত্রে খবর, বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একাধিক মামলা দায়ের করা হয়েছে।

নয়াদিল্লি থেকে কানপুর এবং ইলাহাবাদ হয়ে বারাণসী পর্যন্ত প্রথম বন্দে ভারত ট্রেনটি চালু হয়েছিল ২০১৯-এর ফেব্রুয়ারিতে। কিন্তু ‘ট্রেন-১৮’ নামে এই ট্রেনের পরীক্ষামূলক যাত্রার সময়েই তাতে ঢিল পড়েছিল। ভেঙে গিয়েছিল জানলার কাচ। এর পর ফেব্রুয়ারি থেকে এপ্রিল, এই দু’মাসে কমপক্ষে ১২ বার ঢিল মেরে প্রথম বন্দে ভারত ট্রেনের কাচ ভাঙা হয়েছিল। তা-ও আবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

D-K-Shivakumar:ভোটপ্রচারে-গিয়ে-৫০০-টাকার-নোট-ছড়ালেন-কর্নাটকের-কংগ্রেস-প্রধান-ডি-কে-শিবকুমার Read Next

D K Shivakumar:ভোটপ্রচারে গিয়ে ৫০...

Related News