You will be redirected to an external website

Hotel fare: পর্যটক টানতে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা পাহাড়ি রাজ্যে

Hotel-fare:-পর্যটক-টানতে-৫০-শতাংশ-ছাড়ের-ঘোষণা-পাহাড়ি-রাজ্যে

পর্যটক টানতে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা পাহাড়ি রাজ্যে

গত কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। উত্তরাখণ্ড থেকে উত্তরপ্রদেশ, দিল্লি একাধিক রাজ্যের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বৃষ্টির কারণে মৃত্যুও হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে পাহাড়ের পর্যটন প্রধান রাজ্যগুলিতে মুখ থুবড়ে পড়েছে ব্যবসা।

পর্যটকের অভাবে ধুঁকতে থাকা হোটেলগুলি সচল করতে নতুন উদ্যোগ দেখা গিয়েছে হিমাচল প্রদেশে। এই রাজ্যের হোটেল সংগঠনের তরফে ঘোষণা করা হয়েছে, পর্যটকেরা হোটেল ভাড়া করলে মোট মূল্যের উপর ৫০ শতাংশ ছাড় পাবেন। পর্যটক টানতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে, হিমাচলে বর্ষা পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছে রাজ্য সরকার। তাদের তরফে পর্যটকদের আহ্বান জানানো হয়েছে।

করোনা অতিমারির ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠেছে হিমাচল প্রদেশ। চলতি বছরের প্রথমার্ধে এই রাজ্যে ১ কোটির বেশি পর্যটক এসেছিলেন। কিন্তু বর্ষায় সেই ব্যবসা ধাক্কা খেয়েছে। জুলাই মাসে প্রবল বৃষ্টি, পাহাড়ে ধসের কারণে হিমাচলের রাস্তাঘাট বিধ্বস্ত। বন্যার ভয়ে পর্যটকেরা আর ঘুরতে আসেননি।

পাহাড়ি এলাকায় বর্ষাকাল এমনিতেই পর্যটন শিল্পের জন্য আদর্শ সময় নয়। প্রতি বছরই এই সময়টুকুতে পর্যটকের সংখ্যা তাৎপর্যপূর্ণ ভাবে কম থাকে। প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ কমে যায় পর্যটকের সংখ্যা। কিন্তু হিমাচলে এ বছর হোটেলে পর্যটকের সংখ্যা একেবারে শূন্যতে গিয়ে ঠেকেছে। পর পর সব হোটেলই খালি পড়ে রয়েছে। ফলে সরকারি কিংবা বেসরকারি, সব হোটেলই পর্যটক টানার জন্য বিপুল ছাড় ঘোষণা করেছে। হিমাচল প্রদেশ পর্যটন উন্নয়ন দফতর থেকে জানানো হয়েছে, তাদের অধীন হোটেলে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Royal-Bengal-Tiger:-বক্সাতে-রয়েছে-রয়্যাল-বেঙ্গল-টাইগার!-সিললমোহর-দিল-কেন্দ্র-সরকার Read Next

Royal Bengal Tiger: বক্সাতে রয়েছে রয়...