You will be redirected to an external website

Assam Flood: অসমে বন্যায় ১৩টি জেলার ২ লক্ষ ৪৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে

Assam-Flood:-অসমে-বন্যায়-১৩টি-জেলার-২-লক্ষ-৪৩-হাজার-মানুষ-ক্ষতিগ্রস্ত-হয়েছে

এখনও প্লাবিত রয়েছে অসমের ৭ জেলা

অসমে বন্যা-পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয়েছে। এখনও প্লাবিত রয়েছে অসমের ৭ জেলা। বানভাসি লক্ষাধিক মানুষ। ৯৭ হাজারের বেশি গবাদি পশু ও হাঁস-মুরগী ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বন্যার জেরে নতুন করে মৃত্যুর খবর নেই। বরং ধীরে-ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে রবিবার অসম বিপর্যয় মোকাবিলা বাহিনীর বুলেটিনে জানানো হয়েছে। যদিও ধুবরির কাছে এখনও পর্যন্ত ব্রহ্মপুত্র নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।

অসম বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, বর্তমানে অসমের প্রায় ৭টি জেলা প্লাবিত রয়েছে। জেলাগুলি হল- বারপেতা, চিরাং, দারাং, গোলাঘাট, কামরূপ শহর, মোরিগাঁও এবং নওগাঁও। এই ৭টি জেলার ১ লক্ষ ২২ হাজারের বেশি মানুষ বানভাসি। সবচেয়ে খারাপ অবস্থা দারাং জেলার। এই জেলার ৬০ হাজারের বেশি মানুষ বানভাসি। এরপরে রয়েছে যথাক্রমে গোলাঘাট ও মোরিগাঁও। 

ASDMA-র শনিবার পর্যন্ত বুলেটিনে বলা হয়েছে, বন্যায় মোট ১৩টি জেলার ২ লক্ষ ৪৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গিয়েছে ঘর-বাড়ি, রাস্তাঘাট, সেতু। প্রায় ৮ হাজার ৫৯২ হেক্টর চাষের জমি জলের নীচে চলে গিয়েছে। দারাং ও মোরিগাঁওয়ের রাস্তা, সেতুর ব্যাপক ক্ষতি হয়েছে। আবার তিনসুকিয়া, ধুবরি এবং বোনাগাইগাঁও বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Jadavpur-University:-যাদবপুরে-এলেন-ইউজিসি-র-প্রতিনিধিরা,-কী-বলছেন-উপাচার্য? Read Next

Jadavpur University: যাদবপুরে এলেন ইউ...