You will be redirected to an external website

Kuno Cheetah:কুনোর জঙ্গল থেকে পালিয়ে গ্রামে আফ্রিকান চিতা!

Kuno-Cheetah:কুনোর-জঙ্গল-থেকে-পালিয়ে-গ্রামে-আফ্রিকান-চিতা!

কুনোর জঙ্গল থেকে পালিয়ে গিয়েছে একটি নামিবিয়ান চিতা

মাত্র কিছুদিন আগেই কুনো ন্যাশনাল পার্কের খোলা জঙ্গলে ছাড়া হয় নামিবিয়ান চিতা ওভানকে। জঙ্গলের মধ্যেই তারপর থেকে এরিয়া ডমিনেশনু শুরু করেছিল এই চিতাটি। আপন ছন্দেই দাপিয়ে বেড়াচ্ছিল কুনোর এ প্রান্ত থেকে সে প্রান্ত। কিন্তু, আচমকাই সে জঙ্গলের সীমানা ছাড়িয়ে ঢুকে পড়ল লোকালয়ে। জানা গিয়েছে, কুনো জাতীয় উদ্যান সংলগ্ন বিজয়পুর তহসিলের গোলীপুরা এবং ঝাড় বড়োদা গ্রামে ঢুকে পড়েছে ওভান নামে ওই চিতাটি। এক স্থানীয় বাসিন্দা চিতাটিকে দেখতে পেয়ে ঘাবড়ে যান। এরপর তিনি সকলকে বিষয়টি জানান। বুঝতে বাকি থাকে না, এই চিতা নামিবিয়া থেকে আসা কুনোর নতুন সদস্য। গ্রামবাসীরা ইতিমধ্যেই লাঠি-ডান্ডা দিয়ে প্রস্তুত রয়েছে। চিতা তাড়ানোর সমস্ত রকম ব্যবস্থা করা হলেও আফ্রিকান এই পশুকে নিয়ে আতঙ্কে ভুগছেন সকলেই।

এদিকে, কুনো জাতীয় উদ্যান কর্তৃপক্ষের তরফে গোটা বিষয়টি জানতে পেরেই পদক্ষেপ নিয়ে বন বিভাগ। বন দফতরের আধিকারিকরা ইতিমধ্যেই গ্রামে তল্লাশি শুরু করেছে। যে কোনও মূল্যে ওভানকে ধরতে নানা পরিকল্পনা শুরু করেছেন তারা। শোনা যাচ্ছে গ্রামের একটি খেতের মধ্যে ওভানকে দেখা গিয়েছে। সেখানেই উদ্ধারকাজে নেমে পড়েছেন বন দফতরের কর্মীরা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

আদালতকে-সরাসরি-চ্যলেঞ্জ-করলেন-রাহুল-গান্ধী-! Read Next

আদালতকে সরাসরি চ্যলেঞ্জ...