You will be redirected to an external website

Weather: ক’দিনের মধ্যেই আসছে বৃষ্টি, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়ার হালচাল?

Weather:-ক’দিনের-মধ্যেই-আসছে-বৃষ্টি,-উইকএন্ডে-কেমন-থাকবে-আবহাওয়ার-হালচাল?

তাপপ্রবাহ নিয়ে এবার বড় সতর্কতা জারি

এপ্রিলেই তাপমাত্রার পারদ পৌঁছেছে ৪০ ডিগ্রিতে। মে-জুন তো এখনও বাকি। তাপপ্রবাহ নিয়ে এবার বড় সতর্কতা জারি করল মৌসম ভবন। দেশের একাধিক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হল।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, পূর্ব ভারত ও দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় তাপপ্রবাহ জারি থাকবে আগামী দুইদিন। ওড়িশা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূল, ঝাড়খণ্ড, বিদর্ভ, উত্তর কর্নাটক, অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকা, তেলঙ্গানায় আজ ও আগামিকাল ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

আবার উত্তর-পূর্ব ভারতে আবহাওয়া থাকবে ঠিক বিপরীত। সেখানে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী ৯ এপ্রিল অবধি ঝড়বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরী, কেরল, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, ওড়িশা।

দুইদিন তাপপ্রবাহের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গেও। মৌসম ভবনের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৭ দিন পশ্চিমবঙ্গ ও সিকিমে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনাও রয়েছে।

চলতি বছরে গ্রীষ্মে রেকর্ড ভাঙা তাপমাত্রা বাড়তে পারে বলেই সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এপ্রিল থেকেই বিভিন্ন রাজ্যে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর জেরে তাপপ্রবাহের সম্ভাবনাও বেড়েছে। হিটস্ট্রোক নিয়ে সতর্ক করা হয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-তাপপ্রবাহের-থেকে-সাময়িক-স্বস্তির-খবর-শোনালো-আলিপুর-হাওয়া-অফিস Read Next

Weather: তাপপ্রবাহের থেকে সাম...