You will be redirected to an external website

flood: যমুনার জলে ভেসে যাচ্ছিল কোটি টাকার ষাঁড়,বাঁচাল এনডিআরএফ

flood:-যমুনার-জলে-ভেসে-যাচ্ছিল-কোটি-টাকার-ষাঁড়,বাঁচাল-এনডিআরএফ

যমুনার জলে ভেসে যাচ্ছিল কোটি টাকার ষাঁড়, ছবি: টুইটার

গবাদি পশুদের লাইফবেল্ট পরিয়ে জল পারাপার করানো হচ্ছে। এমন দৃশ্যও প্রকাশ্যে এসেছে। গবাদি পশুদের উদ্ধারকাজ চালানোর সময় গাজ়িয়াবাদের একটি এলাকায় নদীর জলে আটকে পড়া একটি ষাঁড়কেও উদ্ধার করে এনডিআরএফ। যেটির দাম এক কোটি টাকারও বেশি। যে দামে একটি বিলাসবহুল গাড়ি কিনে ফেলা যায়। এনডিআরএফ সেই ষাঁড়ের ছবি টুইটও করেছে।

এনডিআরএফ সূত্রে খবর, গাজ়িয়াবাদ থেকে যে ষাঁড়টি উদ্ধার করা হয়েছে, সেটি দেশের এক নম্বর ষাঁড় ‘প্রীতম’। যার দাম কোটি টাকারও বেশি। যমুনার জলে ভেসে যাচ্ছিল সেটি। জীবনের ঝুঁকি নিয়ে সেই ষাঁড়টিকে উদ্ধার করেন এনডিআরএফ কর্মীরা।

প্রশাসন সূত্রে খবর, যমুনার প্লাবনে নয়ডার ৫৫০ হেক্টর জমি জলের তলায় চলে গিয়েছে। যার জেরে আটটি গ্রাম বানভাসি হয়ে গিয়েছে। সেই সব গ্রাম থেকে পাঁচ হাজার বাসিন্দাকে অন্যত্র সরানো হয়েছে।প্রায় ৬ হাজার পশু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তার মধ্যে কুকুর, গরু, মোষ, ছাগলের মতো গৃহপালিত পশু যেমন রয়েছে, তেমন পথে ঘুরে বেড়ানো পশুদেরও উদ্ধার করা হয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

NExT-Exam:-আপাতত-স্থগিত-নেক্সট-পরীক্ষা-২০১৯-ব্যাচের-MBBS-পড়ুয়াদের! Read Next

NExT Exam: আপাতত স্থগিত নেক্সট ...