You will be redirected to an external website

Narendra Modi: বিরোধী ইন্ডিয়া জোটের নেতাদের অহঙ্কারী হিসেবে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী

Narendra-Modi:-বিরোধী-ইন্ডিয়া-জোটের-নেতাদের-অহঙ্কারী-হিসেবে-ব্যাখ্যা-করেন-প্রধানমন্ত্রী

‘অহঙ্কারীদের জোট’ ইন্ডিয়া, বললেন মোদী

এনডিএ সাংসদদের সঙ্গে প্রথম দিনের বৈঠকেই বিরোধী ইউপিএ জোটের নাম পরিবর্তন করে ইন্ডিয়া রাখা নিয়ে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর গত কাল বিহারের সাংসদদের সঙ্গে বৈঠকে বিরোধী গোষ্ঠীকে অহঙ্কারীদের জোট হিসেবে ব্যাখ্যা করলেন মোদী। পাল্টা পরামর্শে বরং গো-বলয়ের এনডিএ সাংসদদের জাত-পাতের ঊর্ধ্বে উঠে কাজ করায় জোর দেন তিনি। 

লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে গত ৩১ জুলাই থেকে এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠক করা শুরু করেছেন নরেন্দ্র মোদী। গত কাল বিহার ছাড়াও গো-বলয়ের বেশ রাজ্যের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে বিরোধী ইন্ডিয়া জোটের নেতাদের অহঙ্কারী হিসেবে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। সূত্রের দাবি, মোদী বলেন, নাম বদল করে এরা নিজেদের অতীতের দুর্নীতি-অপশাসনকে মানুষের মন থেকে মুছে দিতে চাইছেন। কিন্তু ইউপিএ নাম বদল করলেই এঁদের আমজনতার টাকা লুঠ করার ইতিহাস মুছে যাবে না। পরিবর্তে এনডিএ সাংসদদের মাটির কাছে থেকে আমজনতার জন্য কাজ করার জন্য পরামর্শ দেন মোদী। বিশেষত গো-বলয়ের রাজ্যগুলিতে যেখানে জাতপাতের ভিত্তিতে ভোট হয়ে থাকে সেখানে জাতের ঊর্ধ্বে উঠে গরিব মানুষের কাছে সরকারের জনমুখী প্রকল্পের লাভ পৌঁছে দেওয়ার উপরে জোর দেন মোদী।

পুরভোটেও দাঁড়িয়ে নির্বাচনে লড়ার স্বাদ চেখে দেখার পরামর্শ দিয়েছেন মোদী। বিজেপি সাধারণত দু’বারের বেশি কোনও নেতাকে রাজ্যসভা থেকে টিকিট দেয় না। সেই কারণে দু’বার রাজ্যসভায় আসা ভূপেন্দ্র যাদব, ধর্মেন্দ্র প্রধানের মতো নেতা-মন্ত্রীরা এখন থেকেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে জানিয়েছে দল।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-ফের-বজ্রবিদ্যুৎ-সহ-বৃষ্টির-দাপট-দেখবে-দক্ষিণবঙ্গে,শহরে-আজ-সকালে-সর্বনিম্ন-তাপমাত্রা Read Next

Weather: ফের বজ্রবিদ্যুৎ-সহ ব...