You will be redirected to an external website

প্রবল তুলকালামের আশঙ্কা শুরু! বঙ্গোপসাগর কাঁপিয়ে এবার আসছে সাইক্লোন

প্রবল-তুলকালামের-আশঙ্কা-শুরু!-বঙ্গোপসাগর-কাঁপিয়ে-এবার-আসছে-সাইক্লোন

বঙ্গোপসাগর কাঁপিয়ে এবার আসছে সাইক্লোন

এবারের সম্ভাব্য সাইক্লোনের ফর্মেশন হয়ে গেলে তার নাম হতে চলেছে বিপর্যয়৷ এই বিপর্যয় সাইক্লোনের নাম রেখেছে বাংলাদেশ৷  বিপর্যয়ের হাত ধরে ফের একবার বাংলাদেশ ও ভারত৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হতে চলা এই সাইক্লোনের উৎসস্থল হবে মায়নমারের ইয়াঙ্গনের কাছাকাছি৷ সেখানে থেকে এই সাইক্লোন বিপর্যয় উত্তর ও উত্তরপশ্চিম দিকে এগোবে৷ বর্ষা আসতে এখনও দিন পনেরো বাকি৷ তার আগেই এই বিপর্যয়ের চোখরাঙানিতে রীতিমতো আশঙ্কার মেঘ জমা হচ্ছে৷ এমনকি এই সাইক্লোনের হাত ধরে সময়ের আগেই বর্ষা ঢুকে পড়তে পারে বঙ্গে৷

জুনের শুরুতেই বঙ্গোপসাগরের মধ্যে তৈরি হচ্ছে সাইক্লোনের পরিস্থিত এমনটাই ওয়েদার অ্যালার্টে জানিয়েছ ইউরোপিয়ান সংস্থা৷ বর্তমানে বঙ্গোপসাগরের ওপর যে তাপমাত্রা তার নিরিখে ক্যালকুলেশনের ভিত্তিতে আবহাওয়া বিজ্ঞানীরা সতর্কতা জারি করেছেন আগামী ৩ জুন মায়নমারের ইয়াঙ্গনের কাছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে৷ প্রাথমিকভাবে ঝড়ের মুখ বাংলাদেশের দিকে৷ সেখান থেকে যদি দিক বদল হয় তাহলে বিপর্যয়ের প্রভাবে বিপর্যস্ত হবে পশ্চিমবঙ্গও৷ ইয়াঙ্গনের কাছাকাছি তৈরি হলেও তা শক্তিবৃদ্ধি করে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে পৌঁছবে৷ বেসরকারি ওয়েদার আপডেট সংস্থা ওয়েদার আল্টিমার পক্ষ থেকে তাঁদের এক আধিকারিক বেসরকারি সংবাদ সংস্থায় দেওয়া সাক্ষাৎকারে এই সাইক্লোনের সম্ভাবনা প্রবল জানালেও এখনও চূড়ান্ত পথের বিষয়ে প্রকৃষ্টরূপে বিবরণ দিতে চাননি৷

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

হাওড়ার-পর-কলকাতার-ফুটপাথের-খাবারেও-ব্যবহার-হচ্ছে-গঙ্গার-জল! Read Next

হাওড়ার পর কলকাতার ফুটপ...