গভীর নিম্নচাপ ঝাড়খণ্ড থেকে মধ্যপ্রদেশের দিকে সরছে
গভীর নিম্নচাপ ঝাড়খণ্ড থেকে মধ্যপ্রদেশের দিকে সরছে। আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ওপরের দিকের দু-এক জেলায়। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্রমশ বাড়বে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ, গভীর নিম্নচাপ রূপে ঝাড়খন্ড ও সংলগ্ন ছত্তীসগঢ়ের অম্বিকাপুরে অবস্থান করছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে।
আগামী ২৪ ঘণ্টায় এটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং অবস্থান হবে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ। ছত্তীসগঢ়ের ওপর দিয়ে এই নিম্নচাপ সরবে।মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করছে আজ। অক্ষরেখার পশ্চিমবঙ্গ দক্ষিণ দিকে সরবে আজ থেকে। অক্ষরেখার পুবের অংশ অবস্থান বদল করবে ৬ অগস্ট রবিবার।মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা থেকে গোরখপুর গয়া ঝাড়খণ্ড বালাসোরের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন। আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে বৃষ্টির পরিমাণ কমবে গত কয়েক দিনের তুলনায়। আগামী ৩-৪ দিনে বাড়বে তাপমাত্রা।৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সঙ্গে বাতাসে রয়েছে জলীয় বাষ্প তাই আর্দ্রতা জনিত অস্বস্তি হতে পারে। আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই।