বিধায়কের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা ব্যবসায়ীর
তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে মানহানির মামলা ঘিরে চাঞ্চল্য ঝাড়গ্রামে। গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতোর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করল ঝাড়গ্রামের রশ্মি গ্রুপ অফ কোম্পানির মালিক উজ্জ্বল পাটোয়ারী । শুক্রবার মামলাটি কলকাতা হাইকোর্টে গ্রহণ হয়েছে বলে জানা গিয়েছে ।
বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতোর বিরুদ্ধে মানহানির মামলা সহ একাধিক বিষয়ে মামলা করে রশ্মি গ্রুপ অফ কোম্পানি । ঝাড়গ্রামের জিতুশোলে রয়েছে রশ্মি গ্রুপ অফ কোম্পানির স্পঞ্জ-আয়রন কারখানা ।
জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক এলাকায় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ৬ নম্বর জাতীয় সড়কের উপর লোধাশুলির কাছ বিধায়কের গাড়ি আটকায় বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহী । অভিযোগ, বিধায়কের গাড়ি আটকে বিধায়কের আত্ম সহায়ককে মারধর করা হয় । ঘটনায় গ্রেফতার হয়েছিলেন বেশ কয়েকজন ।
এই ঘটনার পরের দিন সন্ধ্যেবেলায় গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, জিতুশোলে অবস্থিত স্পঞ্জ- আয়রন কারখানার কর্তৃপক্ষ জোড়পূর্বক সাধারণ মানুষের জমি দখল করে নিচ্ছে। এসটি, এসসিদেরও জমিও নিয়ে নিচ্ছে কারখানার কর্তৃপক্ষ । তিনি আরও বলেন, এসটি,এসসিদের কোম্পানির ডিরেক্টর বানিয়ে জমি হাতিয়ে নিচ্ছে স্পঞ্জ আয়রন কারখানা । সেই জমির নথি বিভিন্ন ব্যাঙ্কে দেখিয়ে কোটি কোটি টাকা লোন নিচ্ছে এবং সেই টাকা বিদেশে পাচার করছে । জমির নথি দেখিয়ে যে লোন নেওয়া হচ্ছে, সেই লোন এলাকার সাধারণ মানুষের নামেই রয়ে যাচ্ছে । জঙ্গলমহলের মানুষগুলিকে ফাঁসিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ।