You will be redirected to an external website

ছত্তীসগঢ়ে বাণিজ্যিক কমপ্লেক্সে দাউ দাউ করে জ্বলছে আগুন, প্রাণ বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ কয়েক জনে

ছত্তীসগঢ়ে বাণিজ্যিক কমপ্লেক্সে আগুন

সোমবার ট্রান্সপোর্ট নগর এলাকার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে আগুন লাগে। প্রাণ বাঁচাতে কমপ্লেক্সের দোতলা থেকে ঝাঁপ দেন কয়েক জন। তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েক জন।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সোমবার দুপুর দেড়টায় আগুন লাগে। ওই কমপ্লেক্সে ১৮ থেকে ২০টি দোকান রয়েছে। একটি ব্যাঙ্কও রয়েছে ওই কমপ্লেক্সে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। 

আগুনে ক্ষতি হয়েছে কমপ্লেক্সের বেশ কয়েকটি দোকানের। কোরবার জেলাশাসক সঞ্জীব কুমার ঝা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

রবিবার মহারাষ্ট্রের পুণের গঙ্গাধাম চক এলাকার কাছে একটি গুদামে আগুন লেগেছিল। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের গুদামগুলিতে। প্রায় ২০ থেকে ২৫টি গুদাম ভস্মীভূত হয়ে গিয়েছিল। এর আগে, দিল্লির মুখার্জি নগর এলাকার একটি কোচিং সেন্টারের বহুতল বাড়ির পাঁচ তলায় আগুন লেগেছিল। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-দক্ষিণবঙ্গে-বর্ষা-অবশেষে,-আগামী-ক’দিন-চলবে-ভারী-থেকে-অতি-ভারী-বৃষ্টি Read Next

Weather: দক্ষিণবঙ্গে বর্ষা অব...