সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বহুতলে সরকারি দফতরে আগুন
শহরের সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কাছে একটি বহুতলে আগুন লাগল বৃহস্পতিবার সকালে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের সাতটি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশের এলাকা। বহুতল ভবনটির পাঁচ তলায় আগুন লাগে। সূত্রের খবর, ওই ভবনেই রয়েছে রাজ্যের জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের অফিস। তাই এই অগ্নিকাণ্ডে বহু সরকারি নথি নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। তবে কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকেরা।
সকাল ৯টা ৫৩ নাগাদ প্রথম আগুন দেখা যায় ৪৫ নম্বর গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ের ওই বহুতল ভবনে। সঙ্গে সঙ্গেই দমকলকে খবর দেওয়া হয়। প্রথমে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আগুন নেভাতে আরও চারটি ইঞ্জিন নিয়ে আসা হয়। দ্রুত আগুন নেভানোর জন্য ইতিমধ্যেই গোটা ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আগুনের তাপে ভবনের পাঁচ তলায় অধিকাংশ কাঁচের জানলা ফেটে গিয়েছে।