You will be redirected to an external website

Python: মুম্বইয়ে ১৩ তলার ছাদে উঠে গেল চার ফুটের ‘ভারতীয় রক পাইথন’!

Python:-মুম্বইয়ে-১৩-তলার-ছাদে-উঠে-গেল-চার-ফুটের-‘ভারতীয়-রক-পাইথন’!-

১৩ তলার ছাদে উঠে গেল চার ফুটের ‘ভারতীয় রক পাইথন’

১৩তলা অট্টালিকার ছাদে গুটিসুটি মেরে বসে অতিকায় সাপ! যা দেখে চক্ষু চড়কগাছ আবাসিকদের। এত উঁচু বাড়ির ছাদে কী করে পৌঁছল সাপ? আশ্চর্য এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ঘাটকোপার (পশ্চিম)-এর একটি আবাসনে। পরে সাপটিকে উদ্ধার করে পশুপ্রেমীরা বন দফতরের হাতে তুলে দিয়েছেন। বন দফতর সূত্রে জানানো হয়েছে, চার ফুটেরও বেশি লম্বা সাপটি ভারতীয় রক পাইথন প্রজাতির।

ঘটনা গত মঙ্গলবারের। স্থানীয় বাসিন্দা পেশায় তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুররাজ সাহা জানাচ্ছেন, গত মঙ্গলবার ঘাটকোপার (পশ্চিম)-এর এলবিএস রোডের পাশে ‘ব্রজ প্যারাডাইস’ বিল্ডিংয়ের ছাদে একটি মস্ত বড় সাপ দেখতে পেয়ে ভয় পেয়ে যান আবাসিকরা। তিনি বলেন, ‘‘সাপটি ভারতীয় রক পাইথন গোত্রের। আবাসিকরা জানিয়েছেন, সাপটির দেহে সিমেন্টের আস্তরণ ছিল। হয়তো ওই চত্বরেই যে নির্মাণকাজ চলছিল, সেখান থেকেই সাপটির গায়ে সিমেন্টের প্রলেপ লেগে গিয়েছিল। সাপটিকে দেখেই আমরা দ্রুত বন দফতরের সঙ্গে যোগাযোগ করি।’’

জানা গিয়েছে, খবর পাওয়ার পরেই আবাসনে চলে আসেন পশুপ্রেমীদের একটি দল। তাঁরা সাপটিকে উদ্ধার করেন। তার মধ্যেই হাজির হন বন দফতরের কর্তারা। পশুপ্রেমীরা পাইথনটিকে বন দফতরের হাতে তুলে দেন। সুররাজ বলেন, ‘‘এটা খুবই ভাল সঙ্কেত যে, সাপ দেখেও আবাসিকরা কেউ তার ক্ষতি করেনি। সাধারণত এই সব ক্ষেত্রে সাপটিকে পিটিয়ে মেরে ফেলার ইতিহাস রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে ভয়কে জয় করে আবাসিকরা বন দফতরে খবর দিয়েছেন। এটা খুব ভাল ইঙ্গিত।’’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Delhi-Flood:-নতুন-করে-আশঙ্কা-দিল্লিতে,আবার-বিপদসীমা-পার-করল-যমুনার-জলস্তর Read Next

Delhi Flood: নতুন করে আশঙ্কা দিল...