You will be redirected to an external website

Dengue: বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা,ডেঙ্গির প্রকোপ নিয়ন্ত্রণে বৈঠক বসবে নবান্নে

Dengue:--বেড়ে-চলেছে-ডেঙ্গু-আক্রান্তের-সংখ্যা,ডেঙ্গির-প্রকোপ-নিয়ন্ত্রণে-বৈঠক-বসবে--নবান্নে

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা নিয়ে আজ বৈঠক বসবে নবান্নে

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা নিয়ে আজ বৈঠক বসবে নবান্নে। মুখ্য সচিবের নেতৃত্বে আজ বৈঠকে বসবে পরামর্শ দাতা কমিটির সদস্যরা। সন্ধ্যা ৬টা থেকে নবান্নে হবে এই বৈঠক। বৈঠকে থাকতে পারেন বিভিন্ন জেলার জেলাশাসকরাও। আজকের বৈঠকের পর ফের নির্দেশিকা জারি করতে পারে নবান্ন। বিভিন্ন জেলাগুলিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কত, তার রিপোর্ট ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের থেকে চেয়েছে নবান্ন।

কলকাতায় উদ্বেগজনক ভাবে ফের বাড়ছে ডেঙ্গি৷ এর আগেই কাউন্সিলরদের কড়া বার্তা দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম৷ মনে করিয়ে দিয়েছেন, কাজ না করলে মানুষ ক্ষমা করবে না৷ ডেঙ্গি মোকাবিলায় কাউন্সিলরদের আরও তৎপর হতে হবে বলেও নির্দেশ দিয়েছেন মেয়র৷

ডেঙ্গি সচেতনতা নিয়ে চলছে একাধিক কর্মসূচি। বিভিন্ন পুরসভা এলাকায় চলছে সাফাই অভিযান। ডেঙ্গি  প্রতিরোধে বিভিন্ন প্রকল্প চলছে রাজ্যজুড়ে। রাজ্যে ডেঙ্গির প্রকোপ নিয়ে উদ্বেগে রয়েছে প্রশাসন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

স্বাদ-'ভ্যানিশ'-ইলিশের,কমে-পাওয়া-যাচ্ছে-রুপোলি-শস্য...কবে-ঢুকবে-পদ্মার-ইলিশ-বাংলায়? Read Next

স্বাদ 'ভ্যানিশ' ইলিশের,কম...