চাঁদনি চকে একটি বহুতলে আগুন লেগেছে
কলকাতায় অগ্নিকাণ্ড। চাঁদনি চকে একটি বহুতলে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। শনিবার সকালে ৯ নম্বর ম্যাডান স্ট্রিট এলাকায় আগুন লেগেছে।
বহুতল খালি করতে মাইকিং করছে পুলিশ। অন্ধকারে ঢেকে গিয়েছে ওই বহুতল। বহুতল সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকান রয়েছে। সেই সব দোকানে যাতে আগুন না ছড়িয়ে পড়ে, তা সুনিশ্চিত করতে তৎপর দমকল বাহিনী। অক্সিজেন সিলিন্ডার নিয়ে মাস্ক পরে বহুতলের ভিতরে ঢোকার চেষ্টা করছেন দমকলকর্মীরা।
গত সেপ্টেম্বর মাসেও চাঁদনি চকে আগুন লেগেছিল। চাঁদনি চক মার্কেট সংলগ্ন একটি বহুতল ভবনে আগুন লেগেছিল সে বার। এর আগে, চাঁদনি চকের এলআইসি বিল্ডিংয়ে আগুন লেগেছিল।
শুক্রবার কলকাতা সংলগ্ন হাওড়ার ফোরশোর রোডের একটি গুদামে বিধ্বংসী আগুন লেগেছিল। প্রায় ছ’ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগে, গত কয়েক মাসে কলকাতার বিভিন্ন প্রান্তে অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছিল।