মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একঝাঁক কর্মসূচি স্থগিত
নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একঝাঁক কর্মসূচি স্থগিত হয়ে গেল। রবিবার নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর আগামী কয়েক দিনের কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়েছে। তাঁর গঙ্গাসাগর যাত্রার দিনও পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে যাওয়ার বিকল্প দিনের কথাও প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। নতুন বছরের ২ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর একটি সরকারি কর্মসূচিতে যোগদানের কথা ছিল।
পাশাপাশি, গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে ৩-৪ জানুয়ারি গঙ্গাসাগর যাওয়ার কর্মসূচিও ঠিক হয়েছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই সফর পিছিয়ে ৮-৯ জানুয়ারি করা হয়েছে। মঙ্গলবার নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মেলার উদ্বোধন হবে ৮ জানুয়ারি, চলবে ১৭ তারিখ পর্যন্ত। প্রতি বছর মেলা শুরুর আগে মুখ্যমন্ত্রী সাগরদ্বীপে গিয়ে মেলার প্রস্তুতি নিজেই খতিয়ে দেখেন। যান কপিলমুনির আশ্রমেও। এত বছরে কখনও গঙ্গাসাগরে মেলার সময় যাননি। প্রশাসনিক সূত্রের খবর, এ বার মেলা উদ্বোধনের দিনই সাগরে পৌঁছাবেন তিনি। যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখে পরদিনই কলকাতায় ফিরে আসবেন।
৪ জানুয়ারি গঙ্গাসাগর থেকে ফেরার পথে হেলকপ্টারে মুখ্যমন্ত্রী যাবেন জয়নগরে। সেখানে গিয়ে একটি রাজনৈতিক কর্মী সম্মেলন করবেন তিনি। কিন্তু এখন সেই কর্মীসভার পরিকল্পনাও স্থগিত করে দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর দফতর থেকে কর্মসূচি স্থগিত করে দেওয়ার নির্দেশ এসে গিয়েছে। তাই আবারও দিনক্ষণ জানানো হলে প্রস্তুতি শুরু হয়ে যাবে।