You will be redirected to an external website

Train Accident: যান্ত্রিক ত্রুটি নয়, অন্ধ্রের ট্রেন দুর্ঘটনার প্রাথমিক তদন্তেই মিলল আসল কারণের

Train-Accident:-যান্ত্রিক-ত্রুটি-নয়,-অন্ধ্রের-ট্রেন-দুর্ঘটনার-প্রাথমিক-তদন্তেই-মিলল-আসল-কারণের-

অন্ধ্রের ট্রেন দুর্ঘটনার প্রাথমিক তদন্তেই মিলল আসল কারণের

রেল সূত্রে খবর, রবিবার রাতের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯-এ। আহত কমপক্ষে ৩২। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে, দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । রবিবার রাতেই তিনি অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগ্নমোহন রেড্ডি-কে ফোন করেন এবং উদ্ধারকাজে কেন্দ্রের তরফে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

রবিবার সন্ধে সাতটা নাগাদ সংঘর্ষ হয় বিশাখাপত্তনম-রায়গড় প্য়াসেঞ্জার ট্রেন এবং বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনের। সংঘর্ষের জেরে প্যাসেঞ্জার ট্রেনটির পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়। উল্টে যায় বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনও।

পূর্ব মধ্য রেলওয়ের তরফে জানানো হয়েছে, দুটি ট্রেন একই রুটে যাচ্ছিল। প্রাথমিত তদন্তে অনুমান, যান্ত্রিক ত্রুটি নয়, মানব ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে। বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটিকে ভুল সিগন্য়াল দেওয়ার কারণেই দুর্ঘটনা ঘটে।  কান্তাকাপাল্লি ও আলমাত্তি স্টেশনের মাঝে ওই প্যাসেঞ্জার ট্রেনটি দাঁড়িয়ে ছিল। সেই সময়ই পিছন থেকে এসে ধাক্কা মারে পালাসা এক্সপ্রেস ট্রেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Padma-Bridge:-আগামী-সপ্তাহেই-পদ্মা-সেতুর-উপর-দিয়ে-চালু-হচ্ছে-যাত্রীবাহী-ট্রেন-চলাচল Read Next

Padma Bridge: আগামী সপ্তাহেই পদ্...