You will be redirected to an external website

আচমকা হৃদ্‌রোগ! মঞ্চেই মৃত্যু আইআইটির অধ্যাপকের

আচমকা-হৃদ্‌রোগ!-মঞ্চেই-মৃত্যু-আইআইটির-অধ্যাপকের

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল আইআইটি কানপুরের এক অধ্যাপকের

বক্তৃতার সময় মঞ্চেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল আইআইটি কানপুরের এক অধ্যাপকের। তাঁর নাম সমীর খান্দেকার। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রাক্তনীদের জমায়েতে ভাষণ দিচ্ছিলেন তিনি।

অধ্যাপক সমীরের বয়স হয়েছিল ৫৫ বছর। শুক্রবার বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। ভাষণে শরীরস্বাস্থ্যের বিষয়ে কথা বলছিলেন। তাঁর শেষ বাক্যটি ছিল— ‘টেক কেয়ার অফ ইওর হেল্‌থ’ অর্থাৎ, ‘সকলে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন।’

এই পাঁচ শব্দ উচ্চারণের পরেই অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক। তাঁর শরীরে আচমকা অস্বস্তি শুরু হয়। বুকে ব্যথা হতে থাকে। একসময় বুক চেপে ধরে মঞ্চেই বসে পড়েন সমীর। শ্রোতারা তাঁর স্বাস্থ্যের অবনতি প্রথমে টের পাননি। সমীরকে বসে পড়তে দেখে তাঁরা মনে করেছিলেন, তিনি কথা বলতে বলতে হয়তো আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

কিছু ক্ষণ পরে দেখা যায়, সমীর অত্যধিক ঘামছেন। একসময় মঞ্চেই পড়ে যান তিনি। পরিস্থিতি বুঝে অনুষ্ঠানের আয়োজকেরা দ্রুত অধ্যাপককে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, সেখানে পৌঁছনোর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। হৃদ্‌রোগের কারণেই এই মৃত্যু। তবে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

অযোধ্যা-সফরে-প্রধানমন্ত্রী-মোদী,-দীর্ঘ-১৫-কিমি-রোড-শোয়ের-পর-করবেন-জনসভা Read Next

অযোধ্যা সফরে প্রধানমন্ত...