You will be redirected to an external website

রাতের ঘুম উড়িয়ে আরও শক্তিশালী ভারত,বায়ুসেনার হাতে আসছে সি-২৯৫ বিমান

রাতের-ঘুম-উড়িয়ে-আরও-শক্তিশালী-ভারত,বায়ুসেনার-হাতে-আসছে-সি-২৯৫-বিমান

রাতের ঘুম উড়িয়ে আরও শক্তিশালী ভারত

শত্রু দেশের রাতের ঘুম উড়িয়ে আরও শক্তিশালী ভারত। আজই আনুষ্ঠানিকভাবে স্পেনের (Spain) সামরিক পরিবহণ বিমান সি-২৯৫ (C295) তুলে দেওয়া হচ্ছে ভারতের হাতে। দু’বছর আগে ৫৬টি সি-২৯৫ বিমানের জন্য সংস্থা এয়ারবাসের সঙ্গে ২২ হাজার কোটি টাকার চুক্তি করেছিল নয়াদিল্লি। 

আগেই চুক্তি হয়েছিল, স্পেনের নির্মাতা সংস্থার থেকে ১৬টি বিমান ভারতীয় বায়ুসেনার জন্য আমদানি করা হবে। পরবর্তী ধাপে ৪০টি বিমান ওই সংস্থা এবং টাটা গোষ্ঠীর সহযোগিতায় ভারতেই তৈরি হবে। প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য, বায়ুসেনার হাতে সি-২৯৫ বিমান আসায় চিন সীমান্তে শত্রুপক্ষের আগ্রাসন মোকাবিলা সহজ হবে। এর ফলে লাদাখ, সিকিম, অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখার (LOC) দুর্গম ঘাঁটিগুলিতেও সহজে অস্ত্র এবং রসদ পৌঁছে দিতে পারবে সেনা।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, ওই বিমান ব্যবহার করে আহত বা অসুস্থ সেনাদের ফিরিয়ে আনা যাবে। পাশাপাশি চলবে আকাশপথে নজরদারি। ভারতীয় বায়ুসেনায় বিভিন্ন ধরনের পরিবহণ বিমান রয়েছে। এএন-৩২, অ্যাভ্রো ব্যাচের পরিবহণ বিমানগুলি আয়তনে ছোট। আবার রাশিয়ায় তৈরি আই-এল ৭২ কিংবা আই-এল ৭৬ আয়তনে বেশ বড়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বুধবার-সমন্বয়-কমিটির-বৈঠকে-নেই-অভিষেক,-পাশে-INDIA Read Next

বুধবার সমন্বয় কমিটির বৈ...